ঠিকানা টিভি ডট প্রেস: রোজা আমরা ১২ বা ১৩ ঘণ্টা পালন করে থাকি। তবে এমন দেশ আছে যারা ২০ ঘণ্টার বেশি রোজা থাকতে হয়। ইসলামের সূতিকাগার সৌদি আরবে চলছে দ্বিতীয় রমজান।
অপরদিকে বাংলাদেশের মানুষ আজ রবিবার প্রথম রোজা রেখেছেন। বাংলাদেশে আজ প্রথম রোজাটি প্রায় ১৩ ঘণ্টা দীর্ঘ ধরে। যার অর্থ একটি দিনের প্রায় অর্ধেক সময়ই আল্লাহর নির্দেশ অনুযায়ী, আহার গ্রহণ থেকে বিরত থাকছেন এখানকার মানুষ।
তবে পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে মানুষ ২০ ঘণ্টারও বেশি রোজা রাখছেন। এর মধ্যে সুইডেনের কিরুনার মানুষ ২০ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখবেন। সেখানে সূর্য খুবই অল্প সময়ের জন্য দিগন্তের নিচে যায়।
সুইডেনের কিরুনার মতো নরওয়ের মানুষও ২০ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখবেন। অপরদিকে ফিনল্যান্ডের রাজধানী হেলেনস্কির মুসল্লিরা এ বছর ১৯ ঘণ্টা ৯ মিনিট রোজা রাখবেন।
পৃথিবী বাঁকা ও সূর্যের অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় দিন ও রাতের সময়ের মধ্যে পার্থক্য থাকে। আবার কোথাও কোথাও সূর্য কখনো উদয় হয় না। তাই বিশ্বের মুসল্লিরা ভিন্ন ভিন্ন সময়, কেউ কেউ ১৭-১৮ ঘণ্টা। আবার কেউ কেউ ১০ থেকে ১২ ঘণ্টা বা তারও বেশি রোজা রাখেন।
পৃথিবী এমন কিছু দেশও আছে, যেখানে সূর্যোদয় হয় না। সেসব দেশের মানুষকে মক্কার সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের সঙ্গে মিল রেখে রোজা রাখতে বলা হয়।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.