নিজস্ব প্রতিবেদক: আগামী বছর (২০২৬) বাংলাদেশের হাজিদের জন্য হজ পালনের খরচ সামান্য কমানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজের সর্বনিম্ন প্যাকেজের প্রস্তাবিত মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার টাকা। উড়োজাহাজ ভাড়া আগের বছরের তুলনায় প্রায় ১৩ হাজার টাকা কমানো হয়েছে। তবে স্বাস্থ্যবিমার খরচ বাড়িয়ে ১৫০ সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। আজ রোববার বিকেলে সচিবালয়ে আগামী বছরের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করা হবে বলে জানা গেছে।
সরকার তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে:
প্রথম প্যাকেজ: মসজিদুল হারামের ৭০০ মিটার ভেতরে, প্রস্তাবিত মূল্য ৬ লাখ ৯০ হাজার টাকা।
দ্বিতীয় প্যাকেজ: মসজিদুল হারামের ১.৭ কিলোমিটারের মধ্যে, প্রস্তাবিত মূল্য ৫ লাখ ৫৮ হাজার টাকা।
তৃতীয় প্যাকেজ: আজিজিয়া এলাকায়, প্রস্তাবিত মূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা।
উড়োজাহাজ ভাড়া আগামী বছর জনপ্রতি ১ লাখ ৫৪,৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক নিবন্ধন ইতিমধ্যেই শুরু হয়েছে, যা ১২ অক্টোবর শেষ হবে। সরকারি ব্যবস্থাপনায় এইচজে যেতে পারবেন মোট ১ লাখ ২৭,১৯৮ জন বাংলাদেশি।,
হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, “আগামী বছর উড়োজাহাজের ভাড়া যৌক্তিক হওয়ায় সাধারণ মানুষও হজের জন্য প্রস্তুতি নিতে পারবে।”
গত বছরের সরকারি প্যাকেজের মূল্য ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ থেকে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।
আজ বিকেল ৫টায় অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সচিবালয়ে হজ এজেন্সি মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করবেন। উড়োজাহাজ ভাড়া কমানোর জন্য ধর্ম মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা দফায় দফায় বৈঠক করে ভাড়া নির্ধারণ করেছেন।,
ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী বছর হজ পালনের জন্য আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ২৭ জুলাই। আগামী ১২ অক্টোবর প্রাথমিক নিবন্ধন শেষ হচ্ছে। ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে প্রাক্-প্রাথমিক নিবন্ধন করেছেন ৯৫৪ এবং বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-প্রাথমিক নিবন্ধন করেছেন ১ হাজার ১৩৫ জন। আগামী বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালনে সৌদি আরবে যেতে পারবেন।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.