নিজস্ব প্রতিবেদক: ১৭ বছর কারাভোগের পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার বেলা ১১টার পর তিনি জামিনে মুক্তি পান। আব্দুস সালাম পিন্টু ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হয়ে এতদিন কারাগারে ছিলেন।
আব্দুস সালাম পিন্টুর মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছানোর পরই যাচাই বাছাই শেষে তাকে জামিনে মুক্তি দেয়া হয়।
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু। তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি শিক্ষা উপ-মন্ত্রীর দায়িত্ব পান।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ২০০৮ সালের জানুয়ারিতে গ্রেফতার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে আছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পিন্টু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
আব্দুস সালাম পিন্টু কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।'