১৪ দলের পরিণতি কি ২০ দলের মতো হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের নির্বাচনের পর আস্তে আস্তে ২০ দল থেকে সরে যায় বিএনপি। ২০১৮ নির্বাচনের আগেই ২০ দলকে প্রায় গুরুত্বহীন করে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছিলো। তবে নির্বাচনের সময় ২০ দলের শরিকদেরকে ভুলে যায়নি বিএনপি। তারা জামায়াতকে ২০ টি আসন ছেড়ে দিয়েছিল। এ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে তীব্র সমালোচনা এবং প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। তারপরও জামায়াতকে সেই আসনগুলো দিয়েছিল বিএনপির নীতিনির্ধারকদের সিদ্ধান্তে। এটি ছিল বিএনপি এবং জামায়াতের যা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি সুস্পষ্ট ইঙ্গিত। সেই নির্বাচনে বিএনপি এবং জামায়াতের ভরাডুবি ঘটে। নির্বাচনের পর আন্তর্জাতিক চাপ এবং দলের ভিতরে সমালোচনার কারণে বিএনপি এবং জামায়াতের প্রকাশ্য সম্পর্ক আলগা হয়ে যায়। ২০ দল অকার্যকর হয়ে যায়। ২০ দল থেকে আন্দালিব রহমান পার্থর বিজেপি সহ বেশ কয়েকটি দল বেরিয়ে যায়। এরপরে কাগজে কলমে বিলুপ্ত ঘোষণা করলেও আনুষ্ঠানিক ভাবে ২০ দল অকার্যকর হয়ে যায়। ২০ দলের কোনো বৈঠক এবং কার্যক্রম লক্ষ্য করা যায়নি।

বিএনপি যখন পরবর্তীতে আন্দোলন শুরু করে সরকারের বিরুদ্ধে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তখনও ২০ দলকে সক্রিয় করেনি বিএনপি। একটি বড় কারণ ছিল জামায়াতের সঙ্গে সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে অস্বস্তি। ঠিক তেমনি ভাবে ১৪ দলকেও আওয়ামী লীগ নিষ্ক্রিয় করে ফেলছে’?

নির্বাচনের আগে থেকেই আওয়ামী লীগের সঙ্গে তার শরিকদের টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছিল। বিশেষ করে মনোনয়ন নিয়ে দলের ভিতরের অস্বস্তি প্রকাশ্য রূপ লাভ করেছিল। আর এই অস্বস্তির কারণেই শেষ পর্যন্ত মাত্র ৬ টি আসন দেওয়া হয়েছিল ১৪ দলের শরিকদেরকে। এ নিয়ে ১৪ দলে অসন্তোষ কম ছিল না। শুধু তাই নয়, যে আসনগুলোতে শরিকদের ছেড়ে দেওয়া হয়েছিল সেই সবগুলো আসনে স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থী হয়েছিল আওয়ামী লীগের প্রচ্ছন্ন সমর্থন নিয়ে। আর স্বতন্ত্রদের বসানোর জন্য ১৪ দলের নেতারা কম চেষ্টা করেননি। কিন্তু আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্রদেরকে না বসানোর ব্যাপারে অনড় অবস্থানে ছিলেন। এ নিয়ে নির্বাচনের পরও দলের মান অভিমান কমেনি। বিশেষ করে জাসদ এবং ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগের ভূমিকায় অসন্তুষ্ট হয়েছিল।

নির্বাচনের পর আওয়ামী লীগ একলা চলো নীতি অনুসরণ করে চলছে। ১৪ দলের শরিক থেকে কাউকে মন্ত্রী করা হয়নি। এমনকি সংরক্ষিত আসনে যে মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়নেও ১৪ দলের কাউকে রাখা হয়নি। যদিও নির্বাচনের আগে একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, শিরীন আখতারকে সংরক্ষিত আসনে এমপি করা হবে। আর শিরীন আখতারকে মনোনয়ন না দেওয়ার মধ্য দিয়ে ১৪ দলের ব্যাপারে আনুষ্ঠানিক অবজ্ঞা এবং অস্বীকৃতি আওয়ামী লীগ জানালো কি না সেই প্রশ্নটি উঠেছে।’

আওয়ামী লীগ এখন মনে করছে যে, ১৪ দল অপ্রয়োজনীয়। ১৪ দলের নেতারা শুধু নেন, কিন্তু সংকটের সময় বা বিরোধী দলের আন্দোলনের সময় তাদের কোন ভূমিকায় দেখা যায় না। তাছাড়া ১৪ দলের বিভিন্ন আবদার মেটাতে গিয়ে আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। সবকিছু মিলিয়ে ১৪ দলকে আওয়ামী লীগই নিষ্ক্রিয় করে তুলেছে এমন আভাস ইঙ্গিত পাওয়া যায়। ১৪ দলের বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে দেখা গেছে যে, তারা ১৪ দলকে সংগঠিত করা, সক্রিয় করার জন্য আওয়ামী লীগের নেতাদের কাছে দেন দরবার করলে তারা এ ব্যাপারটি তেমন কোন ইতিবাচক সাড়া দেয়নি। যার ফলে ১৪ দলের একটি নীবর মৃত্যু হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিশু অপহরণ ও মুক্তিপন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: শিশু অপহরণ ও মুক্তিপন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ ও র‌্যাব-৪ এর যৌথ দল। রবিবার (৭ এপ্রিল) রাতে

বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলা শ্রমিকের মৃত্যু

সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতনিধি সিরাজগঞ্জের বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া খাতুন (৩৮) নামের এক মহিলা শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার সকাল ১১ টার সময় বেলকুচি

মান্দায় বেয়াইয়ের ছুরির আঘাতে আরেক বেয়াই খুন

আল আমিন স্বাধীন মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় বেয়াইয়ের ছুরির আঘাতে আরেক বেয়াই খুন হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার ভালাইন

রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে ঝড়সহ শিলাবৃষ্টির আশঙ্কা করছে আবহওয়া অফিসে। এর মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যেতে পারে বলে ধারণা করা

সোমবার কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৪ দিনের সরকারি সফরে সোমবার কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’ -এ অংশগ্রহণ

চৌহালীতে জিয়া মঞ্চের কমিটি গঠন

চৌহালী উপজেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৩১ সদস্য বিশিষ্ট জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এতে চৌহালী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ শরিফ খানকে আহ্বায়ক