১১ টাকায় এসএমই বোর্ডে যাত্রা শুরু করলো আল-মদিনা ফার্মা

কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) এসএমই বোর্ডে তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু হয়েছে আল-মদিনা ফার্মার।

সোমবার (২৯ মে) ডিএসইর সঙ্গে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তালিকাভুক্তিকরণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টায় লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর দিন ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার লেনদেন হয়েছে ১১ টাকায়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকির হোসেন পাটওয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান মজুমদার, আল-মদিনা ফার্মার চেয়ারম্যান বিল্লাল হোসেন, পরিচালক কামরুল আলম, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তৈয়বসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএসই’র এমডি এম. সাইফুর রহমান মজুমদার বলেন, আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের যে নবযাত্রা শুরু হলো, তা ব্র্যান্ডিংয়ের মাধ্যমে তাদের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা করতে হবে। পাশাপাশি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর কোম্পানিটির যে নতুন দায়িত্ব যোগ হলো সে বিষয়ে তাদের আরও সচেতন ও সতর্ক হতে হবে। একইসঙ্গে কোম্পানিকে সবসময় বিনিয়োগকারীদের স্বার্থ নিরপেক্ষভাবে সংরক্ষণ করতে হবে। আমি কোম্পানিটির ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।

আল-মদিনা ফার্মার চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, আমরা একটি সৎ উদ্দেশ্য নিয়ে পুঁজিবাজার এসেছি। আমরা বিনিয়োগকারীদের সবসময় একটি ভালো রিটার্ন দেওয়ার আশা রাখি। এছাড়াও আমরা আগামী দিনে চলার পথে কমিশন ও এক্সচেঞ্জের সহযোগিতা আশা করছি যাতে আমরা নিজেদের দেশের একটি বৃহৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে পরিণত করতে পারি।

ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ বলেন, আমি আল-মদিনা ফার্মাসিউটিক্যালসকে ডিএসই’র এসএমই বোর্ডে তালিকাভুক্তির জন্য অভিনন্দন জানাচ্ছি। আমি মনে প্রাণে চাইছি যাতে পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থে তারা ব্যবসা সম্প্রসারণ করে বিনিয়োগকারীদের ভালো ডেভিডেন্ড দিতে পারে। আমি তাদের অনুরোধ করব তারা যাতে তালিকাভুক্তির পর সব কম্প্লায়েন্স সঠিকভাবে পালন করে। আমি কোম্পানিটির সার্বিক সাফল্য কামনা করছি।

উল্লেখ্য, কোম্পানিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করেছে। শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ কোম্পানিটি বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খাইতে খাইতে শেখ মুজিবরেও খেয়ে ফেলেছে

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সিরাজগঞ্জে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সালাম

নেপালে ভয়াবহ বন্যায় নিহত ১৭০

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে রোববার (২৯ সেপ্টেম্বর)। রাত পর্যন্ত ৪২ জন নিখোঁজ হয়েছেন বলেছে

রামগড়ে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড়ে অভিযান পরিচালনা করে ১২ জুয়াড়িকে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করেছে রামগড় থানা পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় রামগড় উপজেলার পাহাড়ি

মাওলানা লুৎফুর রহমানের সর্বশেষ অবস্থা জানাল পরিবার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত আলেম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও মুফাসসিরে কোরআন আল্লামা লুৎফর রহমান ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে

পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত’

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময় ইহুদি বসতিস্থাপনকারীদের পৃথক হামলায় এক ফিলিস্তিনি অ্যাম্বুলেন্স চালকও নিহত হয়। শনিবার

৬ দিনে ভারত থেকে সাড়ে ৩ হাজার টন পেঁয়াজ আমদানি

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে গত ছয়দিনে তিন হাজার ৫৮৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে। দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে এই আমদানি সম্পন্ন হয়েছে। বন্দর সূত্রে জানা গেছে,