১১ টাকায় এসএমই বোর্ডে যাত্রা শুরু করলো আল-মদিনা ফার্মা

কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) এসএমই বোর্ডে তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু হয়েছে আল-মদিনা ফার্মার।

সোমবার (২৯ মে) ডিএসইর সঙ্গে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তালিকাভুক্তিকরণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টায় লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর দিন ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার লেনদেন হয়েছে ১১ টাকায়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকির হোসেন পাটওয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান মজুমদার, আল-মদিনা ফার্মার চেয়ারম্যান বিল্লাল হোসেন, পরিচালক কামরুল আলম, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তৈয়বসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএসই’র এমডি এম. সাইফুর রহমান মজুমদার বলেন, আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের যে নবযাত্রা শুরু হলো, তা ব্র্যান্ডিংয়ের মাধ্যমে তাদের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা করতে হবে। পাশাপাশি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর কোম্পানিটির যে নতুন দায়িত্ব যোগ হলো সে বিষয়ে তাদের আরও সচেতন ও সতর্ক হতে হবে। একইসঙ্গে কোম্পানিকে সবসময় বিনিয়োগকারীদের স্বার্থ নিরপেক্ষভাবে সংরক্ষণ করতে হবে। আমি কোম্পানিটির ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।

আল-মদিনা ফার্মার চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, আমরা একটি সৎ উদ্দেশ্য নিয়ে পুঁজিবাজার এসেছি। আমরা বিনিয়োগকারীদের সবসময় একটি ভালো রিটার্ন দেওয়ার আশা রাখি। এছাড়াও আমরা আগামী দিনে চলার পথে কমিশন ও এক্সচেঞ্জের সহযোগিতা আশা করছি যাতে আমরা নিজেদের দেশের একটি বৃহৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে পরিণত করতে পারি।

ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ বলেন, আমি আল-মদিনা ফার্মাসিউটিক্যালসকে ডিএসই’র এসএমই বোর্ডে তালিকাভুক্তির জন্য অভিনন্দন জানাচ্ছি। আমি মনে প্রাণে চাইছি যাতে পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থে তারা ব্যবসা সম্প্রসারণ করে বিনিয়োগকারীদের ভালো ডেভিডেন্ড দিতে পারে। আমি তাদের অনুরোধ করব তারা যাতে তালিকাভুক্তির পর সব কম্প্লায়েন্স সঠিকভাবে পালন করে। আমি কোম্পানিটির সার্বিক সাফল্য কামনা করছি।

উল্লেখ্য, কোম্পানিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করেছে। শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ কোম্পানিটি বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জিপিএ-৫ পেয়েছে ২০৭৬১ জন পাসের হারে দেশসেরা যশোর বোর্ড

জেমস আব্দুর রহিম রানা: যশোর শিক্ষাবোর্ডে এ বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ৯২.৩৩। আর জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬১ জন। পাসের হারের দিক থেকে সারাদেশে

রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা ও ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর

কমলো বাস ভাড়া, কাল থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক: ডি‌জে‌লের দাম ২ দফায় লিটা‌রে ৩ টাকা কমায় বাস ভাড়া কি‌লো‌মিটা‌রে ৩ পয়সা কমেছে। সোমবার (১ এপ্রিল’) সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মনিরুল

‘তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার শেষ মুহূর্তের প্রস্তুতি’

নিজস্ব প্রতিবেদক: ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি প্রায় সম্পন্ন। চলছে শেষ মুহূর্তের ধোয়ামোছা আর কিছু অবকাঠামো নির্মাণের কাজ। ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে জানিয়ে

‘মিরপুর চিড়িয়াখানায় হাতির আঘাতে কিশোরের মৃত্যু’

নিজস্ব প্রতিবেদক: ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হাতির আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম জাহিদ (১৭) তিনি

এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকটে বিপাক’

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীতে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে গ্যাস সরবরাহে বিপর্যয় ঘটেছে। হঠাৎ গ্যাস বিপর্যয়ে দুর্ভোগে পড়েন সাধারণ গ্রাহক,