
ঠিকানা টিভি ডট প্রেস: মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এ ছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৯ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (২৬ মে’) সকাল সোয়া ৯টার দিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ধারণা করা হচ্ছে রোববার (২৬ মে’) দুপুর নাগাদ আঘাত হানতে পারে ঝড়টি। বর্তমানে পায়রা সমুদ্রবন্দর থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে রেমাল।
রোববার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি-৯ এর মাধ্যমে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে বলা হয়েছে, রেমাল প্রভাবে সারা দেশের ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।’