হোলি আর্টিজান হামলা: কেন হাইকোর্ট কমাল সাত জঙ্গির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে আলোড়ন তোলা ২০১৬ সালের গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় ২২ জন মানুষ নির্মমভাবে নিহত হন। এই মামলায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ পর্যালোচনার পর হাইকোর্ট সাত জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এই রায় পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেছেন আদালত।

ঘটনার পটভূমি

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের অভিজাত রেস্টুরেন্ট হোলি আর্টিজানে হামলা চালিয়ে ১৭ জন বিদেশিসহ ২০ জন সাধারণ নাগরিক এবং ২ পুলিশ কর্মকর্তাকে হত্যা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির পাঁচ সদস্য। পরে যৌথ কমান্ডো অভিযানে ওই পাঁচ জঙ্গি নিহত হয়।

পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে ২০১৮ সালের ২৬ নভেম্বর আটজনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়। ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান সাত আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দেন।

যাঁদের সাজা কমেছে

হাইকোর্টের রায়ে সাজা কমানো সাত আসামি হলেন—

জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী,

আসলাম হোসেন ওরফে র‍্যাশ,

হাদিসুর রহমান সাগর,

রাকিবুল হাসান রিগ্যান,

আব্দুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ,

শরিফুল ইসলাম ওরফে খালেদ,

ও মামুনুর রশিদ রিপন।

প্রত্যেককে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

হাইকোর্টের যুক্তি ও পর্যবেক্ষণ

সম্প্রতি প্রকাশিত হাইকোর্টের ২২৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে-

হামলার সময় অভিযুক্ত সাতজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেননি।

মূল হত্যাকাণ্ড সংঘটিত করেছেন পাঁচ আত্মঘাতী জঙ্গি, যারা ঘটনাস্থলেই নিহত হন।

আসামিদের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রশিক্ষণ, অস্ত্র ও অর্থের জোগান, পরিকল্পনায় অংশগ্রহণ প্রমাণিত হলেও, হত্যাকাণ্ডের সরাসরি অপরাধে দোষী সাব্যস্ত করা যায় না।

বিচারিক আদালত “একই অভিপ্রায়ের” ভিত্তিতে মৃত্যুদণ্ড দিলেও হাইকোর্ট সেটিকে যথোপযুক্ত বিবেচনা করেননি।

আইন অনুযায়ী সিদ্ধান্ত

সন্ত্রাসবিরোধী আইনের ৬(১)(ক)(আ) ধারায় অপরাধ প্রমাণিত হলেও, ৬(২)(অ) ধারায় মৃত্যুদণ্ড দেওয়ার উপযুক্ত কারণ পাওয়া যায়নি বলেই রায়টি সংশোধনযোগ্য বিবেচনা করে হাইকোর্ট।

আপিল বিভাগের অগ্রগতি

রায় ঘোষণার পর ক্ষুব্ধ পক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে। তবে এ বিষয়ে এখনো কোনও অগ্রগতি জানাতে অনীহা প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রাইমএশিয়ার ছাত্র পারভেজ হত্যায় আটক ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আটক করেছে বনানী থানার পুলিশ। আজ সোমবার (২১ এপ্রিল) ভোরে তাদের আটক

বেলকুচিতে বিধবা ভাতার ভাগ নিলেন শিক্ষক

ভি কে জয়, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে বিধবার ভাতার কার্ড থেকে ৫ হাজার টাকা ভাগ নেওয়া অভিযোগ উঠেছে আবু জার নামের এক প্রাথমিক বিদ্যালয়ের

বেলকুচিতে জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত! 

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখার আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শহীদ মাওবেলকুচিলানা আল্লামা দেবেলকুচিতেলোয়ার হোসাইন

মামলা তুলে নিতে শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক: ভুল চিকিৎসায় নিহত শিশু আয়ানের বাবাকে ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আয়ানের বাবা শামীম

নাগরপুরে কিশোরগ্যাংয়ের হামলায় মুক্তিযোদ্ধার সন্তান মৃত্যু শয্যায়

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তরফরাম ঘুনিপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম শাহআলম মিয়ার ছেলে তানভীর হোসেন তান্না স্থানীয় কিশোরগ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুর

এসএসসি পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি আন্দোলনরত শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরের আগে শতভাগ উৎসব ভাতা না পেলে এসএসসি পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব পালন বর্জন করবেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। এজন্য দ্রুত শতভাগ