হোলি আর্টিজান হামলা: কেন হাইকোর্ট কমাল সাত জঙ্গির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে আলোড়ন তোলা ২০১৬ সালের গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় ২২ জন মানুষ নির্মমভাবে নিহত হন। এই মামলায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ পর্যালোচনার পর হাইকোর্ট সাত জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এই রায় পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেছেন আদালত।

ঘটনার পটভূমি

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের অভিজাত রেস্টুরেন্ট হোলি আর্টিজানে হামলা চালিয়ে ১৭ জন বিদেশিসহ ২০ জন সাধারণ নাগরিক এবং ২ পুলিশ কর্মকর্তাকে হত্যা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির পাঁচ সদস্য। পরে যৌথ কমান্ডো অভিযানে ওই পাঁচ জঙ্গি নিহত হয়।

পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে ২০১৮ সালের ২৬ নভেম্বর আটজনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়। ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান সাত আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দেন।

যাঁদের সাজা কমেছে

হাইকোর্টের রায়ে সাজা কমানো সাত আসামি হলেন—

জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী,

আসলাম হোসেন ওরফে র‍্যাশ,

হাদিসুর রহমান সাগর,

রাকিবুল হাসান রিগ্যান,

আব্দুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ,

শরিফুল ইসলাম ওরফে খালেদ,

ও মামুনুর রশিদ রিপন।

প্রত্যেককে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

হাইকোর্টের যুক্তি ও পর্যবেক্ষণ

সম্প্রতি প্রকাশিত হাইকোর্টের ২২৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে-

হামলার সময় অভিযুক্ত সাতজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেননি।

মূল হত্যাকাণ্ড সংঘটিত করেছেন পাঁচ আত্মঘাতী জঙ্গি, যারা ঘটনাস্থলেই নিহত হন।

আসামিদের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রশিক্ষণ, অস্ত্র ও অর্থের জোগান, পরিকল্পনায় অংশগ্রহণ প্রমাণিত হলেও, হত্যাকাণ্ডের সরাসরি অপরাধে দোষী সাব্যস্ত করা যায় না।

বিচারিক আদালত “একই অভিপ্রায়ের” ভিত্তিতে মৃত্যুদণ্ড দিলেও হাইকোর্ট সেটিকে যথোপযুক্ত বিবেচনা করেননি।

আইন অনুযায়ী সিদ্ধান্ত

সন্ত্রাসবিরোধী আইনের ৬(১)(ক)(আ) ধারায় অপরাধ প্রমাণিত হলেও, ৬(২)(অ) ধারায় মৃত্যুদণ্ড দেওয়ার উপযুক্ত কারণ পাওয়া যায়নি বলেই রায়টি সংশোধনযোগ্য বিবেচনা করে হাইকোর্ট।

আপিল বিভাগের অগ্রগতি

রায় ঘোষণার পর ক্ষুব্ধ পক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে। তবে এ বিষয়ে এখনো কোনও অগ্রগতি জানাতে অনীহা প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাজির হচ্ছেন না বেনজীর,সময় চাইবেন আইনজীবী

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত, বিতর্কিত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ আগামী ৬ জুন দুর্নীতি দমন কমিশনে হাজির হচ্ছেন না। আগামী ৯ জুন তার পরিবারের কোন

বগুড়ায় নারী চিকিৎসকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে ডা. রুমানা শারমিন রূম্পা (৪২) নামে বগুড়ায় এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন। ওই চিকিৎসক বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট

ফেসবুক-টিকটক খুলে দেয়ার বিষয়ে জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মোবাইল ফোন ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। পরে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ হয়ে যায়। তবে ব্রডব্যান্ড ও

২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি, কান্নাজড়িত কণ্ঠে শেখ হাসিনা

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এতে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তিনি ও তার বোনের দেশ ছাড়ার

রাষ্ট্রীয় মযার্দায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আজিজ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আজিজ মিয়া (৭২) শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় তার নিজ বাড়িতে

গরম নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক: তাপদাহে পুড়ছে দেশ। দিনদিন তাপমাত্রার পারদ ওপরের দিকে উঠছে। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। চলমান এই অবস্থা