অনলাইন ডেস্ক: স্পাই অ্যাপ ডাউনলোড করে সাড়ে ৫ কোটিরও বেশি টাকা খোয়ালেন এক ব্যক্তি। হোয়াটসঅ্যাপে আসা একটি ম্যাসেজে ক্লিক করে অনলাইন বিনিয়োগের একটি অ্যাপ ডাউনলোড করেন তিনি। সেখানে বিনিয়োগ করে প্রতারণার শিকার হয় ওই ব্যক্তি।'
জানা গেছে, ওই তরুণ ভারতের কেরেলা রাজ্যের ত্রিপুনিথুরার বাসিন্দা। তার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। সেখানে টোপ দেয়া হয় সহজে বিনিয়োগে বিপুল রিটার্নের। এমন টোপ তিনি গিলেও ফেলেন। মেসেজে দেয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে ফেলেন একটি অ্যাপ। তার পর সেখানে বিনিয়োগ করা শুরু করে দেন।
গত ২৬ সেপ্টেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত প্রায় আড়াই মাস ধরে চলছিল বিনিয়োগ। কিন্তু লভ্যাংশের অর্থ কিছুই পাননি তিনি। অনেক চেষ্টা করেও একটি টাকাও তোলা সম্ভব হয়নি তার পক্ষে। আর তখনই সন্দেহ হতে থাকে ওই তরুণের। তিনি দ্রুত সাইবার পুলিশের দ্বারস্থ হন।
জানা যায়, সম্প্রতি ভারতে একই রকমভাবে প্রতারণার শিকার হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। সব মিলিয়ে প্রতারণার অংকটা ১১৭ কোটি টাকা।
দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র বলছে, এই প্রতারণাচক্র নিয়ন্ত্রিত হচ্ছে বিদেশ থেকে। তবে প্রতারকদের এপিসেন্টার দিল্লি-এনসিআর এলাকা। সব মিলিয়ে ৩ হাজারেরও বেশি সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নজর রয়েছে সিবিআইয়ের।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.