হেলিকপ্টার দেখে ‘হাত নাড়িয়ে’ গ্রেপ্তার টুঙ্গিপাড়ার প্রশান্ত

নিজস্ব প্রতিবেদক: কথা বলার সময় কান্না জড়ানো কণ্ঠে সুশান্ত বলেন, গ্রামে বড় হয়েছে আমার ছেলে, জীবনে কোনোদিন হেলিকপ্টার দেখেনি। তাই হয়তো বাড়ির ছাদে উঠে হাত নেড়েছে। এই জন্য তাকে ধরে নিয়ে যেতে হবে’?

প্রশান্ত মালাকারের বাবা সুশান্ত মালাকার ৩০ জুলাই ঢাকার একটি আদালতের সামনে প্রশান্তর অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং আইডি কার্ড দেখাচ্ছিলেন।

চলতি মাসেই ঢাকার একটি ট্রাভেল এজেন্সিতে অফিস অ্যাসিস্টেন্ট হিসেবে কাজে যোগ দিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার প্রশান্ত মালাকার।

গত ১৯ জুলাই (শুক্রবার) অফিস না থাকায় রাজধানীর ভাটারায় নিজের মেছেই ছিলেন তিনি। এ সময় ওপর দিয়ে হেলিকপ্টার যেতে দেখে মেছের ছাদ থেকে হাত নেড়েছিলেন ২২ বছরের এই তরুণ। এর কিছুক্ষণ পরেই বাসার ছাদে এসে পুলিশ তাকে ধরে নিয়ে যায় বলে জানান প্রশান্তের বাবা সুশান্ত মালাকার।

কথা বলার সময় কান্না জড়ানো কণ্ঠে সুশান্ত বলেন, “গ্রামে বড় হয়েছে আমার ছেলে, জীবনে কোনোদিন হেলিকপ্টার দেখেনি। তাই হয়তো বাড়ির ছাদে উঠে হাত নেড়েছে। এই জন্য তারে ধরে নিয়ে যেতে হবে?”

প্রতিদিন সন্ধ্যায় বাবা-মায়ের সাথে কথা হতো প্রশান্তের। কিছুদিন পর ফসল ওঠনোর সময় বাবাকে সাহায্য করতে বাড়িতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু এখন বিনা অপরাধে ছেলে জেল খাটছেন বলে অভিযোগ করেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার কৃষক সুশান্ত মালাকার।

তিনি বলেন,”আমরা কৃষিকাজ করি। পরিবারের কেউ কোনোদিন কোট-কাচারিতে যাইনি। এই প্রথম আমার নিরপরাধ ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেল। কী করে তাকে মুক্ত করব, এত টাকা কোথায় পাব-কিছুই জানি না।”

জানা যায়, গত ২২ জুলাই বারিধারা উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে হামলা, ভাঙচুরসহ বিস্ফোরক আইনের মামলায় পুলিশ প্রশান্তকে আদালতে হাজির করে। এরপর আদালত তাকে কারাগারে পাঠান।

মঙ্গলবার (৩০ জুলাই’) তার আইনজীবী জামিনের আবেদন করলেও প্রশান্তর জামিন নাকচ করেন আদালত।

এ বিষয়ে প্রশান্তের আইনজীবী রবিউল হোসেন টিবিএসিকে বলেন, আমরা আদালতে আর্টিকেল ৩৬ এর কথা বলেছি, যেখানে প্রত্যকে নাগরিকের বাংলাদেশের মধ্যে স্বাধীনভাবে চলাফেরার অধিকার রয়েছে। কিন্তু নিজের বাসার ছাদে হেলিকপ্টার দেখে হাত নাড়ার কারণে তাকে আটক করে তার সাংবাধানিক অধিকার হরণ করা হয়েছে।’

প্রশান্তের বাবা সুশান্ত মালাকার বলেন, “দুই ছেলে এক মেয়ের মধ্যে প্রশান্ত মেঝো। সহজ সরল ছেলে আমার, অনেক কষ্ট করে ইন্টার পাশ করিয়েছি। এ মাসেই ৬,০০০ টাকা বেতনে ঢাকায় একটা প্রতিষ্ঠানে যোগ দেয়। ওকে পুলিশে ধরার একটু আগেও আমার সাথে কথা বলে জানিয়েছে বেতন পেলেই বাড়ি যাবে, জমিতেও আমার সাথে কিছুদিন কাজ করে আসবে।”

এর পরেই আমার ফুট্টুসকে (প্রশান্ত) পুলিশে নিয়ে যায়, যোগ করেন সুশান্ত।

পরিবার ও গ্রামের মানুষ প্রশান্তকে আদর করে ‘ফুট্টুস’ ডাকেন। গত ১৯ জুলাই আটকের পরপরই এ বিষয়ে বাড়িতে জানতে পারেন তার বাবা-মা; কিন্তু টাকার অভাবে ঢাকা এসে ছেলেকে মুক্ত করার মতো সুযোগ ছিল না পরিবারের।

ছেলের চিন্তায় আজ ১০ দিন আমাদের ঘুম খাওয়া সব বন্ধ। ছেলের মা অসুস্থ হয়ে পড়েছে, প্রতিদিন বলে আমার ছেলেরে মুক্ত করে নিয়ে আসো। টাকার অভাবে এতদিন আসতে পারিনি। নিজের জমিও নেই যে বেঁচে দেব। সুদের ওপর ১০ হাজার টাকা ধার নিয়ে ঢাকা এসেছি। ঢাকায় কিছুই চিনি না, কোথায় যাব, কী করব? উকিল বললো জামিনের আবেদন করলেও জামিন দেয়নি আরও সময় লাগবে, যোগ করেন সুশান্ত মালাকার।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় বিএনপি পরিচয়ে জোরপূর্বক পুকুরের যায়গা দখলের অভিযোগ 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকায় জোরপূর্বক ভাবে ভূমি দখলের অভিযোগ উঠেছে অফাল উদ্দিন নামের একজনের বিরুদ্ধে। আফাল উদ্দিন (৩০) মালতীনগর এলাকার

সিরাজগঞ্জ-৫ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশি রেজার পথসভা

ভি কে জয়, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পথসভা করেছে বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। শুক্রবার (৮ সেপ্টম্বর)

১০০’বিলিয়ন ডলারেরও বেশি বিদেশি ঋণ বাংলাদেশের’

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের বিদেশি ঋণ প্রথমবারের মতো ১০০ বিলিয়ন বা দশ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। গত ডিসেম্বর শেষে বিদেশি বিভিন্ন উৎস থেকে

সিরাজগঞ্জ সাবপোস্ট মাস্টার আবুল কালামের বিরুদ্ধে কোটা জালিয়াতি করে চাকরি নেওয়ার অভিযোগ 

এম দুলাল উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ প্রতিবেদক: সিরাজগঞ্জে তথ্য জালিয়াতি করে পোস্ট অফিসে চাকরি গ্রহণ করার চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হয়েছে। জানা গেছে- আওয়ামী লীগ সরকারের শাসনামলে

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড.

টিকটকার মামুন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সোশ্যাল মিডিয়ার আলোচিত ও সমালোচিত নাম টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন। এবার লায়লা আখতার ফারহাদের ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন