হেলিকপ্টার দেখে ‘হাত নাড়িয়ে’ গ্রেপ্তার টুঙ্গিপাড়ার প্রশান্ত

নিজস্ব প্রতিবেদক: কথা বলার সময় কান্না জড়ানো কণ্ঠে সুশান্ত বলেন, গ্রামে বড় হয়েছে আমার ছেলে, জীবনে কোনোদিন হেলিকপ্টার দেখেনি। তাই হয়তো বাড়ির ছাদে উঠে হাত নেড়েছে। এই জন্য তাকে ধরে নিয়ে যেতে হবে’?

প্রশান্ত মালাকারের বাবা সুশান্ত মালাকার ৩০ জুলাই ঢাকার একটি আদালতের সামনে প্রশান্তর অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং আইডি কার্ড দেখাচ্ছিলেন।

চলতি মাসেই ঢাকার একটি ট্রাভেল এজেন্সিতে অফিস অ্যাসিস্টেন্ট হিসেবে কাজে যোগ দিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার প্রশান্ত মালাকার।

গত ১৯ জুলাই (শুক্রবার) অফিস না থাকায় রাজধানীর ভাটারায় নিজের মেছেই ছিলেন তিনি। এ সময় ওপর দিয়ে হেলিকপ্টার যেতে দেখে মেছের ছাদ থেকে হাত নেড়েছিলেন ২২ বছরের এই তরুণ। এর কিছুক্ষণ পরেই বাসার ছাদে এসে পুলিশ তাকে ধরে নিয়ে যায় বলে জানান প্রশান্তের বাবা সুশান্ত মালাকার।

কথা বলার সময় কান্না জড়ানো কণ্ঠে সুশান্ত বলেন, “গ্রামে বড় হয়েছে আমার ছেলে, জীবনে কোনোদিন হেলিকপ্টার দেখেনি। তাই হয়তো বাড়ির ছাদে উঠে হাত নেড়েছে। এই জন্য তারে ধরে নিয়ে যেতে হবে?”

প্রতিদিন সন্ধ্যায় বাবা-মায়ের সাথে কথা হতো প্রশান্তের। কিছুদিন পর ফসল ওঠনোর সময় বাবাকে সাহায্য করতে বাড়িতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু এখন বিনা অপরাধে ছেলে জেল খাটছেন বলে অভিযোগ করেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার কৃষক সুশান্ত মালাকার।

তিনি বলেন,”আমরা কৃষিকাজ করি। পরিবারের কেউ কোনোদিন কোট-কাচারিতে যাইনি। এই প্রথম আমার নিরপরাধ ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেল। কী করে তাকে মুক্ত করব, এত টাকা কোথায় পাব-কিছুই জানি না।”

জানা যায়, গত ২২ জুলাই বারিধারা উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে হামলা, ভাঙচুরসহ বিস্ফোরক আইনের মামলায় পুলিশ প্রশান্তকে আদালতে হাজির করে। এরপর আদালত তাকে কারাগারে পাঠান।

মঙ্গলবার (৩০ জুলাই’) তার আইনজীবী জামিনের আবেদন করলেও প্রশান্তর জামিন নাকচ করেন আদালত।

এ বিষয়ে প্রশান্তের আইনজীবী রবিউল হোসেন টিবিএসিকে বলেন, আমরা আদালতে আর্টিকেল ৩৬ এর কথা বলেছি, যেখানে প্রত্যকে নাগরিকের বাংলাদেশের মধ্যে স্বাধীনভাবে চলাফেরার অধিকার রয়েছে। কিন্তু নিজের বাসার ছাদে হেলিকপ্টার দেখে হাত নাড়ার কারণে তাকে আটক করে তার সাংবাধানিক অধিকার হরণ করা হয়েছে।’

প্রশান্তের বাবা সুশান্ত মালাকার বলেন, “দুই ছেলে এক মেয়ের মধ্যে প্রশান্ত মেঝো। সহজ সরল ছেলে আমার, অনেক কষ্ট করে ইন্টার পাশ করিয়েছি। এ মাসেই ৬,০০০ টাকা বেতনে ঢাকায় একটা প্রতিষ্ঠানে যোগ দেয়। ওকে পুলিশে ধরার একটু আগেও আমার সাথে কথা বলে জানিয়েছে বেতন পেলেই বাড়ি যাবে, জমিতেও আমার সাথে কিছুদিন কাজ করে আসবে।”

এর পরেই আমার ফুট্টুসকে (প্রশান্ত) পুলিশে নিয়ে যায়, যোগ করেন সুশান্ত।

পরিবার ও গ্রামের মানুষ প্রশান্তকে আদর করে ‘ফুট্টুস’ ডাকেন। গত ১৯ জুলাই আটকের পরপরই এ বিষয়ে বাড়িতে জানতে পারেন তার বাবা-মা; কিন্তু টাকার অভাবে ঢাকা এসে ছেলেকে মুক্ত করার মতো সুযোগ ছিল না পরিবারের।

ছেলের চিন্তায় আজ ১০ দিন আমাদের ঘুম খাওয়া সব বন্ধ। ছেলের মা অসুস্থ হয়ে পড়েছে, প্রতিদিন বলে আমার ছেলেরে মুক্ত করে নিয়ে আসো। টাকার অভাবে এতদিন আসতে পারিনি। নিজের জমিও নেই যে বেঁচে দেব। সুদের ওপর ১০ হাজার টাকা ধার নিয়ে ঢাকা এসেছি। ঢাকায় কিছুই চিনি না, কোথায় যাব, কী করব? উকিল বললো জামিনের আবেদন করলেও জামিন দেয়নি আরও সময় লাগবে, যোগ করেন সুশান্ত মালাকার।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত করা হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, পুলিশের যারা বিভিন্ন অপরাধে

শাহজাদপুরে ১৬৩তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন 

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর শহরের দ্বারিয়াপুরে অবস্থিত কবির জমিদারি তদারকির কাছারিবাড়ি অঙ্গণে ৮মে ২৫শে বৈশাখ বুধবার

নজিবুর রহমানের গ্রেপ্তারে শুকরিয়া আদায় করলেন সাংবাদিক হেলাল উদ্দিন

ঠিকানা টিভি ডট প্রেস: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের গ্রেপ্তারের খবরে শুকরিয়া আদায় করেছেন সিনিয়র সাংবাদিক হেলাল

সিরাজগঞ্জে মসজিদের সিড়ির নিচে থেকে ম্যাগজিন ও গুলিসহ দুটি শর্টগান উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার একটি মসজিদের ভিতরে সিড়ির নিচে ফেলে রাখা অবস্থায় দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলিসহ দুটি অত্যাধুনিক শর্টগান উদ্ধার করেছে সদর

২ মাসেও শতভাগ সক্রিয় হতে পারেনি পুলিশ, হুমকিতে জননিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ভয় ও আতঙ্ক নিয়ে পুলিশি কার্যক্রম চলছে। থানা, ট্রাফিক বিভাগ থেকে শুরু করে প্রায় সব খানেই জনবল সঙ্কট রয়েছে। কোথাও কোথাও একজন

বাঁশখালীতে বর্ণাঢ্য কাওয়ালী জলসায় হাজারো শ্রোতার ভিড়

বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপস্থ হাজ্বী সোলতান আহমদ কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে বিশাল মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও কাওয়ালী জলসা। এটিকে ঘিরে অনুষ্ঠান স্থলে এসেছেন