হেলিকপ্টার দেখে ‘হাত নাড়িয়ে’ গ্রেপ্তার টুঙ্গিপাড়ার প্রশান্ত

নিজস্ব প্রতিবেদক: কথা বলার সময় কান্না জড়ানো কণ্ঠে সুশান্ত বলেন, গ্রামে বড় হয়েছে আমার ছেলে, জীবনে কোনোদিন হেলিকপ্টার দেখেনি। তাই হয়তো বাড়ির ছাদে উঠে হাত নেড়েছে। এই জন্য তাকে ধরে নিয়ে যেতে হবে’?

প্রশান্ত মালাকারের বাবা সুশান্ত মালাকার ৩০ জুলাই ঢাকার একটি আদালতের সামনে প্রশান্তর অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং আইডি কার্ড দেখাচ্ছিলেন।

চলতি মাসেই ঢাকার একটি ট্রাভেল এজেন্সিতে অফিস অ্যাসিস্টেন্ট হিসেবে কাজে যোগ দিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার প্রশান্ত মালাকার।

গত ১৯ জুলাই (শুক্রবার) অফিস না থাকায় রাজধানীর ভাটারায় নিজের মেছেই ছিলেন তিনি। এ সময় ওপর দিয়ে হেলিকপ্টার যেতে দেখে মেছের ছাদ থেকে হাত নেড়েছিলেন ২২ বছরের এই তরুণ। এর কিছুক্ষণ পরেই বাসার ছাদে এসে পুলিশ তাকে ধরে নিয়ে যায় বলে জানান প্রশান্তের বাবা সুশান্ত মালাকার।

কথা বলার সময় কান্না জড়ানো কণ্ঠে সুশান্ত বলেন, “গ্রামে বড় হয়েছে আমার ছেলে, জীবনে কোনোদিন হেলিকপ্টার দেখেনি। তাই হয়তো বাড়ির ছাদে উঠে হাত নেড়েছে। এই জন্য তারে ধরে নিয়ে যেতে হবে?”

প্রতিদিন সন্ধ্যায় বাবা-মায়ের সাথে কথা হতো প্রশান্তের। কিছুদিন পর ফসল ওঠনোর সময় বাবাকে সাহায্য করতে বাড়িতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু এখন বিনা অপরাধে ছেলে জেল খাটছেন বলে অভিযোগ করেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার কৃষক সুশান্ত মালাকার।

তিনি বলেন,”আমরা কৃষিকাজ করি। পরিবারের কেউ কোনোদিন কোট-কাচারিতে যাইনি। এই প্রথম আমার নিরপরাধ ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেল। কী করে তাকে মুক্ত করব, এত টাকা কোথায় পাব-কিছুই জানি না।”

জানা যায়, গত ২২ জুলাই বারিধারা উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে হামলা, ভাঙচুরসহ বিস্ফোরক আইনের মামলায় পুলিশ প্রশান্তকে আদালতে হাজির করে। এরপর আদালত তাকে কারাগারে পাঠান।

মঙ্গলবার (৩০ জুলাই’) তার আইনজীবী জামিনের আবেদন করলেও প্রশান্তর জামিন নাকচ করেন আদালত।

এ বিষয়ে প্রশান্তের আইনজীবী রবিউল হোসেন টিবিএসিকে বলেন, আমরা আদালতে আর্টিকেল ৩৬ এর কথা বলেছি, যেখানে প্রত্যকে নাগরিকের বাংলাদেশের মধ্যে স্বাধীনভাবে চলাফেরার অধিকার রয়েছে। কিন্তু নিজের বাসার ছাদে হেলিকপ্টার দেখে হাত নাড়ার কারণে তাকে আটক করে তার সাংবাধানিক অধিকার হরণ করা হয়েছে।’

প্রশান্তের বাবা সুশান্ত মালাকার বলেন, “দুই ছেলে এক মেয়ের মধ্যে প্রশান্ত মেঝো। সহজ সরল ছেলে আমার, অনেক কষ্ট করে ইন্টার পাশ করিয়েছি। এ মাসেই ৬,০০০ টাকা বেতনে ঢাকায় একটা প্রতিষ্ঠানে যোগ দেয়। ওকে পুলিশে ধরার একটু আগেও আমার সাথে কথা বলে জানিয়েছে বেতন পেলেই বাড়ি যাবে, জমিতেও আমার সাথে কিছুদিন কাজ করে আসবে।”

এর পরেই আমার ফুট্টুসকে (প্রশান্ত) পুলিশে নিয়ে যায়, যোগ করেন সুশান্ত।

পরিবার ও গ্রামের মানুষ প্রশান্তকে আদর করে ‘ফুট্টুস’ ডাকেন। গত ১৯ জুলাই আটকের পরপরই এ বিষয়ে বাড়িতে জানতে পারেন তার বাবা-মা; কিন্তু টাকার অভাবে ঢাকা এসে ছেলেকে মুক্ত করার মতো সুযোগ ছিল না পরিবারের।

ছেলের চিন্তায় আজ ১০ দিন আমাদের ঘুম খাওয়া সব বন্ধ। ছেলের মা অসুস্থ হয়ে পড়েছে, প্রতিদিন বলে আমার ছেলেরে মুক্ত করে নিয়ে আসো। টাকার অভাবে এতদিন আসতে পারিনি। নিজের জমিও নেই যে বেঁচে দেব। সুদের ওপর ১০ হাজার টাকা ধার নিয়ে ঢাকা এসেছি। ঢাকায় কিছুই চিনি না, কোথায় যাব, কী করব? উকিল বললো জামিনের আবেদন করলেও জামিন দেয়নি আরও সময় লাগবে, যোগ করেন সুশান্ত মালাকার।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক; মানবিকতা ও নিঃস্বার্থ সমাজসেবার এক অনন্য উদাহরণ স্থাপন করে না-ফেরার দেশে পাড়ি জমালেন কিশোরগঞ্জের ইটনার গোরখোদক মনু মিয়া। শনিবার (২৮ জুন) সকাল ১০টা

১৭ হাজার বাংলাদেশী শ্রমিকদের নিয়ে যা জানালো মালেশিয়া

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সহ বিদেশী শ্রমিকদের নিয়োগের সময়সীমা (৩১ মে) বাড়ানোর আবেদন প্রত্যাখান করেছে মালেশিয়া সরকার। আর মালেশিয়া সরকারের এই প্রত্যাখানের ফলে অনিশ্চয়তার মধ্যে পরে

বরেন্দ্র অঞ্চলের জন্য জলবায়ু ন্যায্যতায় যুবদের ১২ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের ফলে বরেন্দ্র অঞ্চল তথা রাজশাহী অঞ্চলের গ্রাম ও শহর এলাকায় খরা, তীব্র তাপদাহ এবং পানির সংকট বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায়

পাকিস্তানগামী চীনা জাহাজ ভারতে আটক’

আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহারের জন্য সরঞ্জাম পরিবহন করছে সন্দেহে মুম্বাইয়ের নাভা শেভা বন্দরে পাকিস্তানগামী একটি জাহাজ আটক করেছে ভারত। চীন থেকে

সিরাজগঞ্জে ডাবল মার্ডার মামলার আসামি আখের ডাকাত গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ডাবল মার্ডার মামলার আসামি কুখ্যাত আখের ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে চর বর্ণিয়া গ্রামের মৃত তাহের শেখ এর ছেলে। তার

আদালতের রায়ে জনগণের বিজয়: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার: ইশরাক হোসেনকে নিয়ে রায়ের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উচ্চ আদালত আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের