হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে শেখ হাসিনার নির্দেশে: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের সময় ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হেলিকপ্টার থেকে ৪৫ হাজারের বেশি গুলি ছোড়া হয়েছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। আন্দোলনের সময় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, গাজীপুর, রংপুর, নরসিংদীসহ বিভিন্ন জায়গায় র‍্যাবের হেলিকপ্টার ৩৬ বার উড্ডয়ন করেছে।,

গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তি উপস্থাপনের চতুর্থ দিনে গতকাল বুধবার এ তথ্য জানান তাজুল ইসলাম। এদিন তিনি আন্দোলন চলাকালে হেলিকপ্টার থেকে গুলি চালানোর তথ্য তুলে ধরেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ পাঁচটি অভিযোগের মধ্যে এদিন দুটির যুক্তি উপস্থাপন শেষ হয়। আজ বৃহস্পতিবার ফের যুক্তি উপস্থাপন করা হবে।

চিফ প্রসিকিউটর বলেন, তিন ব্যক্তির সঙ্গে শেখ হাসিনার কথোপকথন থেকে নিশ্চিত হওয়া গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি প্রাণঘাতী অস্ত্র (লেথাল উইপন) ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা ড্রোন ব্যবহার করে অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যারও নির্দেশ দিয়েছেন। হাসানুল হক ইনুকে (জাসদ নেতা) তিনি নিশ্চিত করেছেন যে নারায়ণগঞ্জে হেলিকপ্টার থেকে ছত্রীসেনা নামানো হবে এবং ওপর থেকে ‘বম্বিং’ করা হবে, প্যারাট্রুপার নামানো হবে। এ সমস্ত কথোপকথন থেকে হত্যাকাণ্ড সংঘটিত করার অর্থাৎ সারাদেশে ‘ওয়াইডস্প্রেড’ এবং ‘সিস্টেম্যাটিক’ হামলা সংঘটনের জন্য শেখ হাসিনার সরাসরি নির্দেশ প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের যে অডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে, এতে তাঁর কণ্ঠ সঠিক, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে এ প্রশ্নে তাজুল ইসলাম বলেন, সিআইডি ফরেনসিক পরীক্ষা করে বলেছে এই কণ্ঠস্বর শেখ হাসিনার। তাঁর সঙ্গে কথা হয়েছে শেখ ফজলে নূর তাপস, হাসানুল হক ইনু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের। তাদের কণ্ঠ ফরেনসিক পরীক্ষায় সিআইডি নিশ্চিত করেছে।

তাজুল ইসলাম আরও বলেন, বিবিসি তাদের একটি প্রতিষ্ঠানকে দিয়ে এই কণ্ঠস্বর পরীক্ষা করেছে। তারা নিশ্চিত করেছে এটি শেখ হাসিনার কণ্ঠ, এআই দিয়ে করা নয়। হত্যার নির্দেশনার ব্যাপারে তিনি বলেন, নির্দেশটা যে সত্যিকার অর্থে শেখ হাসিনা দিয়েছিলেন পুলিশ বাহিনীর সাবেক প্রধান সরাসরি আদালতে সাক্ষ্য দিয়ে বলেছেন। প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা, হেলিকপ্টার ব্যবহার করার নির্দেশনা শীর্ষ মহল থেকে তিনি পেয়েছিলেন। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন। এর পর স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশপ্রধানকে টেলিফোন করে জানান প্রধানমন্ত্রী তাঁকে এ নির্দেশ দিয়েছেন। পুলিশপ্রধান তখন এ নির্দেশটি তাঁর অধস্তন কর্মকর্তাদের জানান। অধস্তন কর্মকর্তারা অর্থাৎ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব, প্রলয় জোয়ার্দার কমান্ড সেক্টরের মাধ্যমে, ওয়্যারলেস মেসেজের মাধ্যমে বিভিন্ন কমান্ড পোস্ট, বিভিন্ন জায়গায় যে সমস্ত বাহিনীকে নিয়োগ করা হয়েছে, তাদের কাছে পৌঁছে দেন। জাতিসংঘের প্রতিবেদনেও বলা হয়েছে, মিলিটারি রাইফেলে করা গুলিতে ৬৬% মানুষ মারা গেছে।,

হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছে এ ব্যাপারে সংশ্লিষ্ট বাহিনীগুলোর কাছ থেকে ‘ডিটেইলড ফ্লাইট চার্টার’ আমরা সংগ্রহ করেছি। এছাড়া কী কী অস্ত্র ব্যবহার করা হয়েছে, তোলা হয়েছে তার তালিকা এবং কত রাউন্ড গুলি করা হয়েছে তার তালিকাও দেওয়া হয়েছে। তিনি বলেন–এসএমজি, লাইট মেশিনগান, শটগান, রাইফেল, সাউন্ড গ্রেনেড সবকিছুর হিসাব তালিকায় আছে। ভিডিও ফুটেজ, আহতদের গুলিবিদ্ধ হওয়া, শহীদ এবং আহতদের শরীর থেকে যে বুলেটগুলো বের করা হয়েছে তাও আদালতে উপস্থাপন করা হয়েছে।

কাদেরের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল পেছাল

গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। তদন্ত সংস্থার সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ গতকাল বুধবার এই আদেশ দেন। এই মামলায় ৪৫ আসামির মধ্যে ১৭ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে ১৬ আসামিকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন–সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ড. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, শাজাহান খান, ডা. দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, কামাল আহমেদ মজুমদার, জুনাইদ আহ্‌মেদ পলক, সাবেক এমপি সোলায়মান মোহাম্মদ সেলিম, সাবেক সচিব মো. জাহাংগীর আলম ও সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। মুহম্মদ ফারুক খান হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁকে হাজির করা হয়নি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর করে থানায় সোপর্দ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে মারধর করে থানায় সোপর্দের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে স্থানীয়রা তার বাড়ি ঘেরাও

চট্টগ্রাম বন্দরে ঝুঁকিপূর্ণ তিন শতাধিক কনটেইনার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের শেড ও ইয়ার্ডে বছরের পর বছর ধরে পড়ে আছে বিপজ্জনক রাসায়নিক ও তেজস্ক্রিয় পদার্থভর্তি তিন শতাধিক কনটেইনার। এর মধ্যে ১৩টিতে তেজস্ক্রিয় পদার্থ

৬০ লাখ টাকার জন্য বাবাকে গুলি করল পাষণ্ড ছেলে

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওসমান গনি বাবু (৫২) নামের এক ব্যবসায়ীকে গুলির ঘটনায় তার ছেলে আসাদুজ্জামান বল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ২৮ বস্তা টাকা

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্স খোলা হয়েছে। এবার চার মাস ১৩ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে।

দেশে একজন লোক বেঁচে থাকতেও আ.লীগ নির্বাচন করতে পারবে না’-আলতাফ হোসেন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনে মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, এই দেশে একজন লোক বেঁচে থাকতেও আওয়ামী

সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ

অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ২৫০ কোটি