আন্তর্জাতিক ডেস্ক: গত সপ্তাহে সোমালিয়ার উপকূলে একটি জাহাজ থেকে ইরানের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের উপাদানগুলো জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। এগুলো ইয়েমেনে হুতিদের জন্য পাঠানো হচ্ছিল বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)
মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে সেন্টকম বলছে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সোমালিয়া উপকূলের কাছে এই ঘটনা ঘটে।'
সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জব্দ সামগ্রীর কিছু ছবি পোস্ট করেছে। ছবিতে থাকা সামগ্রী দেখে একটি পূর্ণ ছোট ক্ষেপণাস্ত্র, রকেট মোটর ও গাইডেন্স সিস্টেমের উপাদান বলে মনে হয়।
একইসঙ্গে তারা জব্দ ছোট একটি নৌযানের ছবিও পোস্ট করেছে। নৌযানটি অস্ত্রসামগ্রী বহন করছিল বলে অভিযোগ করেছে তারা।
সংবাদমাধ্যম সিএনএন বলছে, এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং হুতিদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই অস্ত্র জব্দ করা হয়েছে। গত সপ্তাহে, মার্কিন ও যুক্তরাজ্যের সামরিক বাহিনী ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় হুতি লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে হামলা শুরু করে। এই হামলা হুতি গোষ্ঠীর সামগ্রিক আক্রমণাত্মক ক্ষমতার এক তৃতীয়াংশেরও কম ধ্বংস করেছে।
একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, এই গোষ্ঠীটি লোহিত সাগরে জাহাজে আঘাত করার ক্ষমতার বেশিরভাগই বজায় রেখেছে।'
মঙ্গলবার সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, ইউএসএস লুইস বি পুলার থেকে ইউএস নেভি সিল সোমালিয়ার উপকূলে আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালায়। তখন মার্কিন যুক্তরাষ্ট্র 'ইরানের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের উপাদানগুলো' বাজেয়াপ্ত করেছে, যার মধ্যে রয়েছে 'হাউথি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইলের জন্য প্রপালশন, নির্দেশিকা এবং ওয়ারহেড ও বিমান প্রতিরক্ষা সম্পর্কিত উপাদানসমূহ'।
এদিকে সেন্টকম বলেছে, ‘প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র হুতিরা লোহিত সাগরে যাতায়াত করা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর নাবিকদের হুমকি ও আক্রমণ করার জন্য ব্যবহার করতো।‘
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.