নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পর এই আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন না। এ কারণে তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাদের জামিন বাতিলসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি হিরো আলম ও তার সাবেক স্ত্রী রিয়া মনির মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয়। পরে হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন মীমাংসার উদ্দেশ্যে হাতিরঝিল এলাকার একটি বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বৈঠকের আয়োজন করা হয়।
অভিযোগে বলা হয়েছে, ওই সময় হিরো আলমসহ ১০-১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণ ও গালাগাল করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন, এতে তিনি গুরুতর আহত হন।
এ সময় বাদীর গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরদিন, ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় হিরো আলম ও অন্যদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.