আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে টানা বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। রাজ্যের স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এসইওসি) জানিয়েছে, চলমান বর্ষা মৌসুমে এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু ও ২২ জন নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে।
২ জুলাই প্রকাশিত এসইওসি-র প্রতিবেদনে বলা হয়েছে, ২০ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সময়ে রাজ্যের ১২টি জেলার বিভিন্ন এলাকায় প্রাণহানি, ঘরবাড়ি ধ্বংস, গবাদিপশুর মৃত্যু এবং সরকারি অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বজ্রপাত, সড়ক দুর্ঘটনা, ভূমিধস ও ফ্ল্যাশ ফ্লাড মিলিয়ে প্রাণ হারিয়েছেন ৫১ জন। মান্ডি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত; সেখানে ১০ জনের মৃত্যু এবং ৩৪ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের অধিকাংশই হঠাৎ বন্যা ও ক্লাউডবার্স্টের কবলে পড়েছিলেন।
বর্ষা-সংক্রান্ত এসব দুর্যোগে অন্তত ১০৩ জন আহত হয়েছেন। ঘরবাড়ি ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ২০৪টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ২২টি সম্পূর্ণভাবে ধ্বংস। এছাড়া ৮৪টি দোকান, গবাদিপশুর ঘর ও অস্থায়ী শ্রমিক বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র ব্যক্তিগত সম্পদের ক্ষতি প্রায় ৮৮ লাখ রুপি।
সরকারি অবকাঠামোর ক্ষতি আরও ভয়াবহ; পিডব্লিউডি, জল শক্তি বিভাগ, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা ও পশুপালনসহ বিভিন্ন খাতে প্রায় ২৮৩ কোটি রুপির ক্ষতির হিসাব পাওয়া গেছে।
এসইওসি জানিয়েছে, প্রতিটি জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় উদ্ধার, ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করছে। রাজ্য সরকার ইতোমধ্যে জরুরি পরিস্থিতি মোকাবেলায় সকল প্রটোকল চালু করেছে এবং ২৪ ঘণ্টা সচল হেল্পলাইন ও কন্ট্রোল রুম চালু রয়েছে।
ফিল্ড পর্যায়ের তথ্য সংগ্রহ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.