হাসিনার কূটনৈতিক বুদ্ধিতে ভিসা ও ট্রান্সশিপমেন্ট বাতিলে বিপাকে মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর সরকার একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে ভারতের অর্থনীতিকে সংকটে ফেলছেন। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক বুদ্ধির কারণে ভারত সরকার শেষমেশ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে বাধ্য হয়েছে। এই পদক্ষেপটি ভারতীয় বন্দরগুলোর উপর চাপ বাড়িয়েছে এবং বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কের উপরও প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২০ সালের জুনে ভারত বাংলাদেশকে এক বিশেষ ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল, যার ফলে বাংলাদেশ সহজে পণ্য রপ্তানি করতে পারছিল। কিন্তু সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সুবিধা বাতিল করার ঘোষণা দেয়। ভারতের দাবি, বাংলাদেশের পণ্য ট্রান্সশিপমেন্টের কারণে তাদের বন্দরে দীর্ঘ সময় ধরে জটলা তৈরি হচ্ছিল, যা ভারতের নিজেদের রপ্তানিতে বাধা সৃষ্টি করছিল।

তবে অনেক অর্থনীতিবিদ এবং বাণিজ্য বিশেষজ্ঞের মতে, ভারতের এই সিদ্ধান্তের ফলে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে। বিজিএমই এর সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব বলেন, “এটা ভারতের জন্য একটি বড় ভুল সিদ্ধান্ত। বাংলাদেশ কিছুটা চাপের মধ্যে পড়বে, তবে ভারতীয় ব্যবসায়ীরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে।”

বাংলাদেশ ফ্রেড ফরোয়ার্ড অ্যাসোসিয়েশন (বাফার) সভাপতি কোভিদ আহমেদও এই মত পোষণ করেন, “প্রাথমিকভাবে বাংলাদেশে কিছুটা চাপ আসতে পারে, তবে বিকল্প ব্যবস্থা হিসেবে শ্রীলঙ্কা এবং মালদ্বীপের বিমানবন্দরগুলো ব্যবহার করা হবে। আর ভারতের রাজস্ব হারানোর সম্ভাবনা অনেক বেশি।”

এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক কৌশল এবং দৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে আরও দৃঢ় অবস্থান নিতে সক্ষম হয়েছে। এই সংকটে, ভারতীয় অর্থনীতির প্রতি দেশের নেতিবাচক সিদ্ধান্তগুলো আরও বড় সমস্যার সৃষ্টি করছে। অনেক অর্থনীতিবিদ বলছেন, ভারতের এই ভুল নীতির কারণে দেশটির অর্থনীতি এক ধাপ পিছিয়ে যেতে পারে, এবং শীঘ্রই ভারতের অর্থনৈতিক অবস্থা আরো সংকটময় হতে পারে।’

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার

শাহজাদপুরে যুবদল নেতা বিপুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবদল নেতা বিপুল হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ, খুনিদের অবিলম্বে গ্রেফতার ও তাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে, দলের নেতা-কর্মী ও সমর্থকরা।

ফরিদপুরে রাস্তায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করেছে নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: পূর্বঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩

মাদক সেবন ও জুয়া খেলতে বাঁধা দেওয়ায় প্রবাস ফেরত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদক সেবন ও জুয়া খেলায় বাঁধা দেওয়ার জেরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পুঁঠিয়া গ্রামে মঙ্গলবার (৭ডিসেম্বর)। রাত ৮টার দিকে প্রবাস ফেরত আজিম

সংবিধানে পিআর পদ্ধতি নেই, বাইরে যাওয়ার সুযোগ নেই: সিইসি

সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, সংবিধানে আনুপাতিক বা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের বিধান নেই। তাই সংবিধানের বাইরে গিয়ে

পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ছাত্র নেতা কাজলের ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক লিফলেট বিতরণ

নজরুল ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে সিরাজগঞ্জে