নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।এতে আহ্বায়ক করা হয়েছে হাসনাত আব্দুল্লাহকে। বাকি তিন জন হলেন, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্যসচিব আব্দুল হান্নান মাসুদ ও মুখপাত্র উমামা ফাতিমা।
মঙ্গলবার কেন্দ্রীয় শহিদ মিনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে এই কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে বলে জানানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানার কখনো রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে বলে জানান সমন্বয়করা।:
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.