নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করা হয়েছে।
রোববার (৪ মে) রাতে গাজীপুর থেকে তাদের আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তবে, সোমবার (৫ মে) সকাল পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলাম জানান, আটকদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দিপু।
এর আগে রোববার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একদল দুর্বৃত্ত হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা করলে তিনি আহত হন। পরে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার কথা জানান এনসিপির দুই নেতা আব্দুল হান্নান মাসউদ ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন, কমেন্টে লোকেশন দিচ্ছি।’
সারজিসের পোস্ট অনুযায়ী, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে হামলা চালানো হয়েছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.