হার্ট ট্রান্সপ্লান্টের ৪০ বছর পরও সুস্থ, গড়েছেন বিশ্ব রেকর্ড’

আন্তর্জাতিক ডেস্ক: বার্ট জনসন পেশায় গ্লাইডার পাইলট যেন পুরো বিশ্বের জন্য এক বিস্ময়। বয়স ৬০ ঘরে। ১৭ বছর ধরা পড়েছে কঠিন রোগ ‘কার্ডিওমিয়োপ্যাথি’। শরীরের সব জায়গায় রক্ত চলাচলের কাজটি ঠিকঠাক করতে পারছে না তার হৃদপিণ্ড। তাঁর হাতে সময় আছে আর মাত্র ৬ মাস। ভাগ্য সহায় হলে কোনো ডোনার যদি হার্ট দিতে চায়, তাহলে বাঁচতে পারেন বড়জোর ১৬ বছর।

তবে পুরো বিশ্বকে অবাক করে দিয়ে হার্ট ট্রান্সপ্লান্টের ৪০ বছর পরও পুরোপুরি সুস্থ আছেন তিনি। বিমান নিয়ে উড়ে বেড়াচ্ছেন আকাশে। গড়েছেন বিশ্ব রেকর্ডও। মঙ্গলবার (৫ মার্চ’) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।

হার্ট ট্রান্সপ্লান্ট রোগী বার্ট জনসন বলেছেন, চিকিৎসকরা বলেছিলো ১৫ থেকে ১৭ বছর বাঁচবো। কিন্তু তা বিশ্বাস করিনি আমি। এখন পুরো বিশ্বকে বলতে চাই, ‘তোমরা বলেছিলে আমি বেশিদিন বাঁচবো না’। কিন্তু দেখো অপারেশনের ৪০ বছর পরও একদম ফিট আমি।

বার্ট জনসন আরও জানান, আমার কাছে এসব রেকর্ড অর্থহীন মনে হতো। কিন্তু এক বন্ধুর জোরাজুরিতে আবেদন করি। তবে, এখন আমার মনে হয় ভালোই হয়েছে। মানুষ জানতে পেরেছে হার্ট ট্রান্সপ্লান্টের পরও এতোদিন বাঁচা যায়। খুব বেশিদিন বাঁচা যায় না ভেবে অনেকেই ট্রান্সপ্লান্ট না করার সিদ্ধান্ত নেন। কিন্তু এখন তারা সাহস পাবেন।’

চিকিৎসা বিজ্ঞানে বার্টের এই ঘটনা একেবারে বিরল না হলেও সাধারণও নয়। এতো বড়ো একটা অপারেশনের পর ১৫ থেকে ১৭ বছরের বেশি বাঁচেন না কেউ। তবে, নিয়মানুবর্তী ও স্বাস্থ্যসম্মত জীবন যাপন করলে যে অনেকাংশেই বেড়ে যায় আয়ু।

কার্ডিওলোজিস্ট ক্যাসপার আর্লিংস বলেন, এই ঘটনা খুবই স্পেশাল। প্রথমত, ট্রান্সপ্লান্টের জন্য হার্ট পাওয়াটাই খুব কঠিন। নিশ্চয়ই পুরো যাত্রাটা সহজ ছিলো না। হার্ট ভালো রাখার জন্য প্রয়োজন স্বাস্থ্যসম্মত জীবন যাপন। চাইলেই যেকোনো জিনিস করা যায় না, খাওয়া যায় না। তার ব্যাপারে যে বিষয়টি একেবারেই আলাদা তা হলো তিনি বিমান চালান। যেটি অনেকে সাহসই করেন না।

বিভিন্ন সমীক্ষা বলছে, নেদারল্যান্ডসে ডোনারের জন্য অপেক্ষমান অবস্থায়ই মৃত্যু হয় ১৫ শতাংশ রোগীর। বর্তমানে দেশটিতে হার্ট ট্রান্সপ্লান্টের জন্য অপেক্ষা করছে প্রায় দু’শো রোগী।

এর আগে, হার্ট ট্রান্সপ্লান্টের পর সবচেয়ে বেশি সময় বেঁচে থাকার রেকর্ডটি ছিলো কানাডার নাগরিক হারল্ড সোকির্কার দখলে। প্রতিস্থাপনের পর তিনি বেঁচে ছিলেন প্রায় ৩৫ বছর।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চৌহালী ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম,দলীয় নেতার স্বাক্ষর,সুবিধাভোগীর নাম-ঠিকানাও উধাও!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ২ নং স্থল ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দ করা ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কার্ড বিতরণে চরম অনিয়মের অভিযোগ

আফ্রিকার সঙ্গে সম্পর্ক বাড়াতে তৎপর পুতিন

ইউক্রেনে যুদ্ধ ও তার জেরে শস্য চুক্তি রাশিয়া নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় বিশ্বজুড়ে দেশটির আলোচনা-সমালোচনা চলছে। তার মধ্যেই আফ্রিকার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে তৎপরতা

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে এক কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক বাংলাদেশী কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও

সার লুট করে নিয়ে গেলেন ছাত্রদল নেতা

অনলাইন ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধায় পিকআপভ্যান থামিয়ে ৫৩ বস্তা সার লুট করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম সবুজ ও শরিফুল ইসলাম সবুজের বিরুদ্ধে। এ ঘটনায়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।সিরাজগঞ্জ শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

শিকলে বন্দি ৩০ বছর: মায়ের কাঁধে মানসিক ভারসাম্যহীন ছেলের জীবনযুদ্ধ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ধারিয়াল গ্রামে এক মর্মস্পর্শী মানবিক ট্র্যাজেডির চিত্র উঠে এসেছে। সেখানে গত তিন দশক ধরে লোহার শিকলে বাঁধা অবস্থায় মানবেতর জীবন