সিরাজগঞ্জ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনা এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে নির্বাচনী গণসংযোগকালে গুলিবিদ্ধ করার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ শহরে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি সিরাজগঞ্জ পৌর মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দেশে নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে প্রার্থীদের লক্ষ্য করে সহিংস ঘটনার সৃষ্টি করা হচ্ছে। তিনি জানান, প্রার্থীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।
তিনি আরও উল্লেখ করেন, রাজধানীর বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা এবং চট্টগ্রামে এরশাদ উল্লাহকে গণসংযোগকালে গুলিবিদ্ধ করার ঘটনা নির্বাচনী পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
সমাবেশ থেকে এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.