হাড্ডাহাড্ডি লড়াইয়ে কলম্বিয়ার সাথে ড্র করেও কোয়ার্টারে ব্রাজিল

ঠিকানা টিভি ডট প্রেস: চলমান কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যেখানে বাঁচা-মরার ম্যাচটিতে শুরুতে এগিয়ে গিয়েও পরবর্তীতে ১-১ সমতায় থেকেই ম্যাচ শেষ করেছে সেলেসাওরা। আর এই ড্র-তে পয়েন্ট ভাগাভাগি করেও কোয়ার্টারে পা রাখলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ব্রাজিল। এতে প্রথমার্ধে বল দখল ও নিয়ন্ত্রণে এগিয়ে ছিল দলটি। তবে পরবর্তীতে খেয় হারায় সেলেসাওরা। কলম্বিয়ার একের পর এক শটে বিপর্যয় ঘনিয়ে আসতে শুরু করে ডারিভাল জুনিয়রের শিষ্যদের সামনে। কিন্তু শেষ পর্যন্ত অ্যাটাক করেও দ্বিতীয় গোল করতে পারেনি কোন দলই। এতে করেই ১-১ সমতায় থেকেই শেষ হয় ম্যাচ। এই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে কোয়ার্টারের টিকিট পেয়েছে ভিনিসিয়ুস-রদ্রিগোরা।আর ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থান থেকে টুর্নামেন্ট শেষ করেছে কলম্বিয়া।

এদিন ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে ব্রাজিল। যদিও ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাতে থাকে তারা। ভালো ফুটবল খেলে উল্টো ব্রাজিলকেই চাপে রাখে কলম্বিয়া। তার ফলও পেয়েছে দলটি।

ম্যাচের ১২তম মিনিটে রাফিনহার গোলে লিড নেয় রাফিনহা। ফ্রি কিকে বাঁ পায়ের বাঁকানো শটে ডানপ্রান্ত দিয়ে কলম্বিয়ার জাল কাঁপিয়ে দেন এই বার্সা তারকা। ১৬তম মিনিটে আক্রমণে ওঠে কলম্বিয়া। জেমস রদ্রিগেজের বাঁ পায়ে নেয়া শটটি গোলবারের ওপর দিয়ে চলে যায়।

এরপর কয়েকবার আক্রমণে গিয়েও কলম্বিয়াকে ডিফেন্ডারদের বোকা বানাতে পারেনি সেলেসাওরা। তাদের ডেডলক ভাঙতে না পেরে গোল ব্যবধান দ্বিগুণ করতে পারেনি তারা। ম্যাচের ৩০তম মিনিটে দুর্দান্ত সুযোগ তৈরি করেন রিচার্ড রিওস। বক্সের বাইরে থেকে তার নেয়া দ্রুত গতির শটটি রুখে দেন অ্যালিসন বেকার।

৩৪তম মিনিটে দলকে আরেকবার রক্ষা করেন বেকার। জেমস রদ্রিগেজের নেয়া দূর পাল্লার শটটি ফিরিয়ে দেন এই লিভারপুল গোলরক্ষক। এর ১ মিনিট পরেই আবারো সুযোগ পায় কলম্বিয়া। কিন্তু সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তারা।’

প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২) দলকে সমতায় ফেরান কলম্বিয়ার ড্যানিয়েল মুনোজ। জন করদোবার অ্যাসিস্টে দুর্দান্ত গোলে ব্রাজিলের জাল কাঁপিয়ে দেন তিনি। এই গোলে ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচ নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। তবে কঠিন চ্যালেঞ্জে তাদের প্রতিবারই পরাস্ত করেছে কলম্বিয়া। ৫১তম মিনিটে জেমস রদ্রিগেজের অ্যাসিস্টে ব্রাজিলের ডেরায় ভয় ধরান করদোবা। কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপরেই আক্রমণে ওঠে ব্রাজিল। এদের মিলিতাও এর পাস থেকে বল পেয়ে কলম্বিয়ার গোল পোস্টের ওপর দিয়ে মারেন ভিনিসিয়ুস জুনিয়র।

৫৯তম মিনিটে ফ্রি কিক পায় ব্রাজিল। তবে রাফিনহার নেয়া শটটি গোলবারের বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। এর মিনিট দুয়েক পরেই সুযোগ নষ্ট করেন কলম্বিয়ার জন আরিয়াস। ম্যাচের ৬৯তম মিনিটে ডানপ্রান্ত থেকে ব্রাজিলের আক্রমণ করে কলম্বিয়া। বক্সের ডান দিক থেকে ক্রস করেন রদ্রিগেজ। সেই বলে করদোবার নেয়া হেডটি রুখে দেন বেকার।

৮৪তম জর্জ কারাস্কালের নেয়া শটটি রুখে দেন বেকার। একই মিনিটে আবারো সুযোগ তৈরি করে কলম্বিয়া। এবার রদ্রিগেজের অ্যাসিস্ট ব্রাজিলের জালে জড়াতে ব্যর্থ হন রাফায়েল। তার নেয়া শটটি গোল পোস্টের ওপর দিয়ে চলে যায়।

ম্যাচের ৯৩মিনিটে দুর্দান্ত সুযোগ মিস করেন ভিনিসিয়ুস। দ্রুত গতিতে প্রতিপক্ষের বক্সে ঢুকে যান ঠিকই, কিন্তু বলের নিয়ন্ত্রণ হারিয়ে ওয়ান বাই ওয়ানের সুযোগ হাতছাড়া করেন তিনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয়েছে ম্যাচটি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে পাঙ্গাসী ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে আনন্দ চন্দ্র বর্মণের যোগদান 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঙ্গাসী ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে সহকারী প্রকৌশলী আনন্দ চন্দ্র বর্মণ আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন। মঙ্গলবার দুপুরে পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চত্বরে

বেলকুচির উপজেলা নির্বাচন : মটরসাইকেলের এজেন্টকে মারধোর

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বদীউজ্জমান বদী ফকিরের এজেন্ট রজব আলী (৫০) কে মারধোর করেছে প্রতিপক্ষ দোয়াত-কলমের সমথর্করা। বুধবার (৮মে)

রাজশাহী জেলা রোভারের ১৩ তম ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: “পৃথিবীকে যেমন পেয়েছো, তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করো” অঙ্গিকার কে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা রোভারের ১৩ তম ত্রৈবার্ষিক কাউন্সিল

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল, অর্থ যাবে ত্রাণ তহবিলে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বন্যার কারণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করা হয়েছে। দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে

অন্তর্বর্তী সরকার কী পথ হারিয়েছে?

ঠিকানা টিভি ডট প্রেস: আগামীকাল ৮ নভেম্বর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের তিনমাস পূর্তি হবে। যদিও একটি সরকারকে মূল্যায়ন করার জন্য তিনমাস সময় যথেষ্ট নয়।

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে আহত হয়েছে ১ জন। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ার নয়নগাঁতী কবরস্থান