নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর)। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তিনি একই আসনের সাবেক এমপি হাজী সেলিমের পুত্র।
জানা গেছে, সোলাইমান সেলিম একাধিক হত্যা মামলার আসামি। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সোলাইমান সেলিম। তবে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে তিনি এমপি পদ হারান।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.