মোল্লা নাজিম
বাংলাদেশের সু পরিচিত আলেমদের মাঝে জনপ্রিয় একটি নাম।
কুমিল্লার এই বক্তা এলাকার গণ্ডী পেরিয়ে এখন গোটা দেশ শুধু নয় গোটা বিশ্বেই যেখানে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে সেখানেই পরিচিত মুখ। তরুন সমাজের পছন্দনীয় বক্তাদের মাঝে তিনিও একজন। সুন্দর এবং সাবলীলভাবে কুরআন হাদিসের আলোকে কথা বলে মন জয় করেছেন ধর্মপ্রাণ মুসলমানদের।
মসজিদের খতিব হওয়ায় জুম্মায়ও বয়ান করেন প্রতি সপ্তাহে। তা বিষয় ভিত্তিক এবং সমসাময়িক। ফেসবুকিং লাইভেও সক্রিয় এই আলেম।
বিভিন্ন পেইজে বিভিন্ন বিষয়ের প্রশ্নত্তর মুলক অনুষ্ঠানেও দিয়ে থাকে ভিন্ন ভিন্ন প্রশ্নের সমাধান। বাংলাদেশে প্রথম সারির কুরআন হাদিসের আলোচক দের মধ্যে একজন এই ব্যক্তি। নিরঅহংকারী এই বক্তা কুরআন প্রেমিক প্রতিভাবানদের প্রমোট করেন নানান ভাবে নিজের অবস্থান থেকে।
শত প্রতিকূলতার মধ্যে থেকেও লাখো জনতার মাঝে সময়ের হক কথা গুলি বলে যাচ্ছেন নিয়মিত। শিল্পী, ক্বারী, বক্তা সহ দ্বীন প্রিয় মানুষের ভালবাসেন খুব বেশি। শত ব্যস্ততার মাঝেও ভুলে যাননা প্রিয় সব মানুষদের কথা। কারো শরীর অসুস্থতা কিম্বা দুর্ঘটনার খবর পেয়ে থাকলে তার শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি চিকিৎসা সহযোগীতাও করে থাকেন।
তিন সন্তানের জনক এই বক্তা মুসলিম জাতীর এই ক্রান্তিলগ্নে মুসলিম উম্মাহের ঐক্য এবং দ্বীন কায়েমের আন্দোলনের কাজে নিবেদিত প্রাণ হিসাবে কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে। আল্লাহ এই বক্তার কন্ঠস্বরকে দ্বীনের জন্য কবুল করুন এবং নেক হায়াদ দান করুন #আমীন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.