অনলাইন ডেস্ক: রাশিয়ার উপকূলে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর জাপানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে হাওয়াই অঙ্গরাজ্য, দক্ষিণ আলাস্কা ও আলেউশিয়ান দ্বীপপুঞ্জে জাতীয় আবহাওয়া পরিষদের পক্ষ থেকে সরাসরি সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়াও ক্যালিফোর্নিয়া, অরেগনের উপকূলীয় অঞ্চল ও কলাম্বিয়া নদীর মোহনায় সুনামি পরামর্শ দেওয়া হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও কানাডার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের অন্যান্য অংশে এখন পর্যন্ত সরাসরি কোনো সুনামি হুমকি নেই বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা।
এমন পরিস্থিতিতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এবং এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় বলেন, “মনোবল শক্ত রাখুন ও সাবধানে থাকুন।”
হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন স্থানীয়দের উদ্দেশে বলেন, “যারা নিচু এলাকায় অবস্থান করছেন, তারা দয়া করে দ্রুত উঁচু স্থানে চলে যান। যানজটের কারণে অনেক সড়কে সমস্যা তৈরি হয়েছে, সবাইকে ধৈর্য ধরতে হবে।”
রাজ্যটির হোনোলুলু শহরে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে স্থানীয় কর্মকর্তারা জানান, হাওয়াইয়ে কয়েক ঘণ্টার মধ্যে সুনামি ঢেউ আঘাত হানতে পারে। জনগণকে জরুরি সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
হাওয়াইয়ের মাউই দ্বীপের ওয়াইলিয়া এলাকায় বেড়াতে আসা পর্যটক ডি এল স্কেলস বলেন, “সাইরেন বাজার সঙ্গে সঙ্গে লোকজন আতঙ্কে গাড়ি নিয়ে উঁচু স্থানে রওনা হয়েছেন। স্থানীয়রা অপেক্ষাকৃত শান্ত থাকলেও অনেক পর্যটকের মধ্যে ভয় দেখা দিয়েছে।”
আবহাওয়া দপ্তরের তথ্যমতে, হাওয়াই উপকূলে ঘণ্টাখানেকের মধ্যেই সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। এজন্য বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান করতে এবং সমুদ্র উপকূল থেকে দূরে থাকতে বলা হয়েছে।
সূত্র: সিএনএন ও বিবিসি
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.