শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাটপাচিল গ্রামের অসহায় দুই পরিবারকে শুক্রবার বিকেলে নতুন ঘর প্রদান করা হয়। শাহজাদপুরের সেচ্ছসেবী সংগঠন প্রচেষ্টা সবার জন্য এর পরিচালক শাহবাজ খান সানি হাউজ অব মান্নান চ্যারিটবেল ট্রস্টের অর্থায়নে তাদের এই নতুন ঘর তৈরি করে দেন। নতুন ঘর পেয়ে এ দুই পরিবার খুশিতে আত্মহারা হয়ে পড়েন।
স্থানীয়রা জানায়, গত বছর বন্যায় শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাটপাচিল গ্রামের হত দবিদ্র হারুন অর রশিদ ও জাহেদা খাতুনের বাড়িঘর যমুনা নদীতে বিলিন হয়ে যায়। এরপর থেকে জাহেদা ছিল ৭ সন্তান ও হারুন ৪ সন্তান নিয়ে বাঁধের পরিত্যক্ত জায়গায় পলিথিনের ছাউনির ভাঙ্গা ঘরে বসবাস করে আসছিল। তারা দুইজনই অন্যের বাড়িতে কাজ করে সন্তানদের নিয়ে জীবিকা নির্বাহ করেন। ফলে তাদের আয়ের অর্থ দিয়ে নতুন ঘর নির্মাণ করা সম্ভব হচ্ছিল না। ফলে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে তারা দীর্ঘদিন ধরে অসহায় জীবন যাপন করছিল। খবর পেয়ে শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুরেরসেচ্ছসেবী সংগঠন প্রচেষ্টা সবার জন্য এর পরিচালক শাহবাজ খান সানি হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে এ দুই অসহায় পরিবারকে নতুন ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।
শুক্রবার ৩ জানুয়ারী বিকেলে চাউল, ডাউল, ডিম সহ এক মাসের বাজার, নতুন লেপ, তোষক ও পোশাক পরিচ্ছদ নিয়ে হাজির হন শাহবাজ খান সানি। এরপর আনুষ্ঠানিক ভাবে তাদের ঘর বুঝিয়ে দেন। অভাবী পরিবার দু‘টি বছরের শুরুতেই নতুন ঘর পেয়ে নির্মাতা প্রতিষ্ঠানের কর্তকর্তাদের ধন্যবাদ জানান।
এ বিষয়ে জাহেদা খাতুন ও হারুন অর রশিদ বলেন, আমরা ভাবতে পারি নাই নতুন বছরে নতুন ঘরে উঠবো। এটা আমাদের বড় প্রাপ্তী। আমরা ঘর পেয়ে অনেক খুশি।
এ বিষয়ে এলাকাবাসি মওলানা শাহীন আলম বলেন, এ দুইটি অসহায় পরিবার দীর্ঘদিন ধরে ফাঁকা স্থানে পলিথিন টানিয়ে বসবাস করে আসছিল। তারা নতুন ঘর পাওয়ায় তাদের ছেলে মেয়েরা এখন ভালোভাবে জীবন যাপন করতে পারবে। তিনি বলেন, স্থানীয় চেয়ারম্যান মেম্বররা তাদের ঘর দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তারা কথা রাখেননি। ফলে পরিবার দু‘টি ঝড় বৃষ্টিতে খুবই কষ্ট করছিল। সেচ্ছসেবী সংগঠন হাউজ অব মান্নান চ্যারিটবেল ট্রস্ট নতুন ঘর তৈরি করে দেওয়ায় তাদেও দীর্ঘদিনের সে কষ্ট দূর হলো।
এ বিষয়ে ‘প্রচেষ্টা সবার জন্য’ এর পরিচালক শাহবাজ খান সানি জানান, আমরা এই অসহায় পরিবারের কষ্ট দেখে নতুন ঘর তৈরির উদ্যোগ নেই। আজ তাদের ঘর বুঝিয়ে দিতে পেরে খুবই ভালো লাগছে। তিনি আরও বলেন, সেচ্ছসেবী সংগঠন প্রচেষ্টা সবার জন্য সহযোগিতায় হাউজ অব মান্নান চ্যারিটবেল ট্রস্টের অর্থায়নে আমরা এ পর্য়ন্ত সিরাজঞ্জের ৯১টি অসহায় পরিবারকে নতুন ঘর তৈরী করে দিয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।'