ঠিকানা টিভি ডট প্রেস: বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে কোপা আমেরিকারও চ্যাম্পিয়ন। তাইতো চলমান কোপায় তাদের প্রতি সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। অবশ্য প্রত্যাশা অনুযায়ী টুর্নামেন্টটির মিশন শুরু করেছে আলবিসেলেস্তেরা। উদ্বোধনী ম্যাচেই কানাডাকে হারিয়ে ১৬তম শিরোপা মিশন শুরু করে মেসি-ডি মারিয়ারা।
এবার তাদের সামনে শক্তিশালী চিলি। এই দলটির কাছেই ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। এরপর অবশ্য তাদের বিপক্ষে আর হারেনি মেসিরা। তারপরও এই ম্যাচ নিয়ে বেশ সিরিয়াস আলবিসেলেস্তে কোচ কোচ লিওনেল স্কালোনি। বুধবার (২৬ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।:
বুধবারের ম্যাচে জয় পেলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার। প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পায়া তারা। অন্যদিকে চিলি তাদের প্রথম ম্যাচে পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করে।
বৈশ্বিক টুর্নামেন্ট লাইভ দেখা নিয়ে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের। তবে স্বস্তির খবর হচ্ছে, বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাচ্ছে কোপার মহারণ। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই সরাসরি দেখা যাচ্ছে দেশর প্রথম ও একমাত্র স্পোর্টস ভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসে।
এছাড়া অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও দেখা যাবে খেলা। আর ভারতে সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.