
নজরুল ইসলাম: ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—ফুটবল ফুটবল, যুবসমাজ মাঠে ফিরুক, মাদক থেকে বিরত থাকুক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের হরিনা হাটা গ্রামে বিপ্লবী ফুটবল কমিটির আয়োজনে ২১তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬জুলাই) বিকেলে বহুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এস এম রেজাউর রহমান ফিরোজ। খেলায় উদ্বোধন করেন সিরাজগঞ্জ সরকারি কলেজ এর শিক্ষক পরিষদ সদস্য এবং বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন সদস্য সচিব সাইদুল ইসলাম।
ফাইনাল খেলায় অংশ নেয়- খামার মালিক একাদশ বনাম চাকরিজীবী একাদশ। দু’পক্ষের মধ্যে জমজমাট খেলায় খামার মালিক দল ৩-২ গোলে চাকরিজীবী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বক্তব্যে নেতারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, জুয়া এবং অসামাজিক কাজ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে ক্রীড়া ও সংস্কৃতিতে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান তারা। এই টুর্নামেন্ট ঘিরে স্থানীয় যুবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। খেলাধুলার মাধ্যমে সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন সকলে।
এ খেলায় সঞ্চালনা করেন রঞ্জু শেখ।