হবিগঞ্জে ৫ টাকা নিয়ে ৪ ঘণ্টা সংঘর্ষ: আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ইজিবাইকের ভাড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৪ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মৌচাক এলাকায় সাতপাড়িয়া ও কবিরপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় মহাসড়কের পাশে অবস্থিত ৩০টি দোকানপাটে আগুন ও ভাঙচুর করা হয় ও মহাসড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

মূলত ইজিবাইকের ৫ টাকা ভাড়া নিয়ে কথাকাটাকাটির জেরে এ ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাহুবল উপজেলের কবিরপুর গ্রামের এক যুবকের সঙ্গে পার্শ্ববর্তী সাতপাড়িয়া গ্রামের ইজিভাইক চালকের ভাড়া নিয়ে কথাকাটাকাটি হয়। গন্তব্যে যাওয়ার পর ১০ টাকা ভাড়া দেন ওই যাত্রী। তবে চালক ১৫ টাকা দাবি করেন।

এ নিয়ে কথাকাটাকাটির জেরে দুজনে মধ্যে হাতাহাতি হয়। পরে তাদের পক্ষ নিয়ে সাতপাড়িয়া ও কবিরপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মৌচাক এলাকার রাস্তায় সংঘর্ষ শুরু করে।

৪ ঘণ্টার এ সংঘর্ষে কবিরপুর গ্রামের অন্তত ৩০টি দোকানে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে হবিগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শতাধিক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুদ‌কের কা‌ছে এক মাস সময় চেয়েছেন জাহাঙ্গীর

দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ ও ব্যাখ্যা প্রস্তুত করতে এক মাস সময় চেয়েছেন গাজীপুর সি‌টি কর্পোরেশনের সা‌বেক মেয়র জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (১৮মে) বিকেলে দুর্নীতি দমন

টাঙ্গাইলে পাখির অভয়াশ্রমে গাছে গাছে মাটির হাঁড়ি স্থাপন কর্মসূচি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে পাখিদের নিরাপদ আশ্রয় তৈরিতে ‘গাছে গাছে মাটির হাঁড়ি’ স্থাপন নামে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে শহরের স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর আদর্শ

ড.ইউনূসকে নিয়ে সরব হচ্ছে কূটনীতিকপাড়া

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আগে কূটনীতিক পাড়া সরব ছিল। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে উঠে বিভিন্ন দূতাবাসগুলোর দৌড়ঝাঁপ ছিল দৃষ্টিকটু। নির্বাচনের পর অবশ্য

চাম্বল ইউনিয়ন যুব বিভাগের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয়ার্ধ সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাম্বল ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত আন্ত:ওয়ার্ড

সিরাজগঞ্জে নিহত পরিবারের সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহিন শেখের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। সোমবার (২৭

রাজশাহী কলেজে সাহিত্য ভাবনায় জুলাই বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ অনুষ্ঠিত 

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: পরিচয় সংস্কৃতি সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী কলেজের যৌথ আয়োজনে সাহিত্য ভাবনায় জুলাই বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।