হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন।
জানা যায়, সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বানিয়াচং উপজেলার ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নের বাঘাহাতা গ্রামের নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে বানিয়াচং থানা পুলিশ। তিনি একই ইউনিয়নের নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থীও ছিলেন।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট সংঘটিত ৯ জন হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন আব্দুল মজিদ।
আটকের পর তাকে নৌকাযোগে থানায় আনার সময় বাড়ির সামনেই তিনি পানিতে ঝাঁপ দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার পরপরই বানিয়াচং থানা পুলিশের একাধিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি গ্রাম ঘিরে ফেলে। তবে বেলা ২টা পর্যন্ত তাকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ও ওসি (তদন্ত) হুমায়ুন কবিরের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য জানা যায়নি।
এদিকে, স্থানীয়দের একটি অংশ দাবি করেছে, পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.