‘হতাশ শোবিজের তারকারা’

নিজস্ব প্রতিবেদক: এবার এক ডজনেরও বেশি শোবিজের তারকা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা বেশ ঘটা করে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। হিসেব নিয়ে দেখা যায় যে শোবিজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করা অন্তত ২৭ জন নারী এবার সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন। কিন্তু আওয়ামী লীগ আজ যে মনোনয়ন তালিকা চূড়ান্ত করেছে, যাদেরকে মনোনীত করেছে সেই তালিকায় শোবিজের কোন তারকা নেই। একমাত্র তারানা হালিমের নাম সেখানে আছে। কিন্তু তারানা হালিম শোবিজের তারকার চেয়ে বেশি রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।’

ধারণা করা হয়েছিল যে, শোবিজের অন্তত একজনকে হয়তো নেওয়া হবে। যেমনটি নেওয়া হয়েছিল গত বছর। সে বার সুবর্না মোস্তফা রাজনৈতিক গণ্ডির বাইরে থেকে এসে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন পেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। কিন্তু সংসদ সদস্য হিসেবে তিনি তেমন কোন ভূমিকাই পালন করতে পারেননি। এ বার সংরক্ষিত আসনে তারানা হালিম ছাড়া বহু সংস্কৃতি জগতের পরিচিত কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। যারা মনোনয়ন চেয়েছিলেন তাদের মধ্যে তারিন জাহানের নাম আলোচনায় ছিল এবং তিনি মনোনয়ন পেতে পারেন এমন গুঞ্জনও ছিল। সাম্প্রতিক সময়ে তাকে আওয়ামী লীগের বিভিন্ন ফোরামে অত্যন্ত সরব দেখা গেছে। নির্বাচনের সময় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েকটি জনসভাতেও অংশগ্রহণ করেছিলেন। এজন্যই গুঞ্জন ছিল যে, ক্ষমতার বলয়ে তারিন জাহান হয়তো শেষ পর্যন্ত মনোনয়ন পেতে পারেন।

এছাড়া শমী কায়সারকে নিয়ে আলোচনা ছিল। তবে শমী কায়সার যেহেতু এফবিসিসিআই এর পরিচালক সেজন্য তিনি মনোনয়ন পাবেন না- এরকম একটি ইঙ্গিত আগে থেকেই ছিল। তা ছাড়া মনোনয়ন ফরম কিনেছিলেন রোকেয়া প্রাচী, মাহিয়া মাহী, উর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা সহ একঝাঁক তারকা। কিন্তু আওয়ামী লীগ এই সমস্ত গ্ল্যামারের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করেনি। এটি আওয়ামী লীগের জন্য একটি ইতিবাচক।

আওয়ামী লীগের মধ্যে এ ধরনের আতঙ্ক এবং শঙ্কা ছিল যে, শেষ পর্যন্ত সংরক্ষিত আসনগুলো যেন তারকাদের ক্লাবে পরিণত না হয়। কিন্তু আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। শোবিজের তারকাদেরকে তিনি তালিকা থেকে বাদ দিয়ে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছেন যে, রাজনীতির জায়গায় রাজনীতিবিদদের জন্যই। শোবিজের তারকারা অবশ্যই আওয়ামী লীগের জন্য কাজ করবেন, ভূমিকা রাখবেন কিন্তু তাদের কর্মক্ষেত্রে আলাদা। সংস্কৃতি অঙ্গনে থেকেই তারা তাদের দায়িত্ব পালন করবেন এমন একটা বার্তা এবার দেওয়া হচ্ছে।’

তাছাড়া আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে একাধিক পরাজিত নারী প্রার্থীকে মনোনয়ন দিলেও মানিকগঞ্জের মমতাজ বেগমকে মনোনয়ন দেননি। এর মাধ্যমে সুষ্পষ্ট ভাবে একটি ইঙ্গিত দেয়া হয়েছে আর তা হলো শোবিজের তারকাদের আওয়ামী লীগের সঙ্গে মাখামাখি নিয়ে গত কিছু ধরেই সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মহলে যে কথাবার্তা বলা হচ্ছিল সেটি সত্য নয়। বরং আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। এখানে আদর্শ, নীতি এবং দলের প্রতি আনুগত্য কর্মকাণ্ডকে মূল্যায়ন করা হয়। শুধুমাত্র তারকা খ্যাতি বা জনপ্রিয়তার কারণে কেউ উড়ে এসে জুড়ে বসে আওয়ামী লীগের বড় নেতা হতে পারে না বা এমপিও হতে পারেন না। এবার মনোনয়নে এটিই ছিলো সবচেয়ে বড় চমক।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকটে বিপাক’

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীতে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে গ্যাস সরবরাহে বিপর্যয় ঘটেছে। হঠাৎ গ্যাস বিপর্যয়ে দুর্ভোগে পড়েন সাধারণ গ্রাহক,

ঐক্যবদ্ধ মুক্তি সংগ্রামের ডাক দিলেন বঙ্গবন্ধু’

নিজস্ব প্রতিবেদক: ৫ মার্চ ছিল লাগাতার হরতালের চতুর্থ দিন। ঢাকাসহ সারা দেশে পূর্ণ হরতাল, স্বাধিকারকামী জনতার বিক্ষুব্ধ মিছিল, গণজমায়েত ও শপথের মধ্য দিয়ে বাংলার মুক্তি

যশোরে স্বাস্থ্য বিভাগের চোখ ফাঁকি দিয়ে চলছে অর্ধশত অনিবন্ধিত ক্লিনিক

জেমস আব্দুর রহিম রানা: অনুমোদনহীন হাসপাতাল ও ক্লিনিক বন্ধে অভিযান চললেও যশোরে স্বাস্থ্য বিভাগের চোখ ফাঁকি দিয়ে চলছে অর্ধশত অনিবন্ধিত ক্লিনিক। নানা কৌশল আর ‘উপরমহলের’

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২০, আহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কারাকোরাম হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। শুক্রবার ভোরে উচ্চগতির একটি যাত্রীবাহী

ইরানে আবারও একাধিক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যে কারণে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আজ শনিবার ভোরে এমটি ঘটেছে

কাজিপুরে প্রবীণ শিক্ষক মোজাম্মেল হক এর ইন্তেকাল

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অবসরপ্রাপ্ত প্রদর্শক নতুন মেঘাই গ্রামের মোজাম্মেল হক বিএসসি আর নেই। গত (২৩ জুন) সোমবার নিজ বাড়িতে