চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সা:) ভারতের পুরোহিত কর্তৃক কটুক্তিও ধর্মীয় অনুভুতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরে তৌহিদী জনতার প্রতিবাদ বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার এনায়েতপুর হাট জামে মসজিদের সামনে থেকে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে জমায়েত হয়ে এই কর্মসূচি পালন করেন। এসময় বক্তব্য রাখেন এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আঃ গফুর,গোপালপুর মন্ডল পাড়া বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আইয়ুব আলী প্রমুখ।
এদিকে বেলকুচির আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে মুকুন্দগাতির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রী ছাউনি চত্বরে সমাবেশে মিলিত হয়। রাসেল তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাও. আব্দুল হাসেম, বেলকুচির ছাত্র সমন্বয়ক মুছা হাসেমি, তৌহিদি জনতার পক্ষে এরশাদ আলী ও আরিয়ান ইসমাইল।