হকার-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম, গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: ফুটপাতে অবৈধ স্থাপনারোধে মনিটরিং কার্যক্রম চলাকালে চট্টগ্রামে পুলিশের সঙ্গে হকারদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজনের আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। প্রায় এক ঘণ্টার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নগরের নিউমার্কেট, জহুর হকার্স এবং আমতলাসহ এর আশপাশের এলাকা। পুলিশের শর্টগানের গুলিতে নাজিম উদ্দিন নামের এক হকার গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন হকার নেতারা।

সোমাবার (১২ ফেব্রুয়ারি’) দুপুরে চট্টগ্রাম নগরের নিউমার্কেট ও এর আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

হকার ফেডারেশনের সভাপতি মিলন হোসেন মিলন কালবেলাকে বলেন, ‘আজকে ম্যাজিস্ট্রেট এসে আমাদের কয়েকজন হকারকে জরিমানা করেছেন। একজন হকার নেতাকে কারাদণ্ড দিয়েছেন। প্রতিবাদ জানাতে গেলে পুলিশ আমাদের ওপর গুলি চালায়। নাজিম উদ্দিন নামের এক হকারের গুলি লেগেছে। তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার চোখের এক পাশে গুলি লেগেছে।’

তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অভিযান চলাকালে হঠাৎ চড়াও হয় হকাররা। এ সময় তারা চসিকের টিমের ওপর হামলা চালায়। ম্যাজিস্ট্রেটের নির্দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করা হয়েছে। তবে এতে কেউ গুলিবিদ্ধ হয়নি।

চিকিৎসার অভাবে মারা যাওয়া বাবার তিন সন্তানের মেডিকেলে চান্স

ওসি ওবায়দুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান থেকে গুলি ছুড়লেও কেউ গুলিবিদ্ধ হননি।

এদিকে কালবেলার হাতে আসা কয়েকটি ভিডিও ফুটেজে দেখা গেছে, হকারদের হামলার হাত থেকে বাঁচতে চট্টগ্রাম রেলস্টেশন সংলগ্ন পাবলিক টয়লেটে অবস্থান নেয় চসিক মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা। এ সময় রিয়াউদ্দিন বাজারের পাশ থেকে তাদের দিকে পাথর ছোড়া হচ্ছিল। পাথরের আঘাত থেকে বাঁচতে একপর্যায়ে পাবলিক টয়লেটের গ্রিল টেনে দেওয়া হয়। পরে পুলিশের দুজন সদস্যকে গুলি ছুড়তে দেখা গেছে।’

এর আগে দুপুরে চট্টগ্রামের ফলমুণ্ডি থেকে আমতলা পর্যন্ত অবৈধ স্থাপনা রোধে মনিটরিংয়ে যায় চসিকের ভ্রাম্যমাণ আদালত। এ সময় হকারদের সঙ্গে চসিকের কর্মকর্তাদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে নিউমার্কেট মোড়ে জড়ো হয়ে চসিকের কর্মকর্তাদের ওপর চড়াও হয় হকাররা। সেখানে চসিকের চারটি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে। প্রায় এক ঘণ্টা চলে ধাওয়া-পাল্টাধাওয়া। চসিক মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম কালবেলাকে জানান, ফুটপাত ও সড়কে পুনঃদখল ঠেকাতে অভিযানে গিয়েছিল চসিকের ভ্রাম্যমাণ আদালত। এ সময় হকারা আকস্মিক হামলা চালায়। এতে চসিকের ২টি ডাম্প ট্রাক, একটি পিকআপ এবং একটি এরিয়াল লিফট ভাঙচুর করা হয়। পুলিশের তিনজন সদস্য এবং চসিকের ৪ জন স্টাফ আহত হয়। ঘটনার ফুটেজ আমাদের কাছে আছে। ভিডিও ফুটে দেখে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার নগরের ফলমুণ্ডি লেইন, পুরাতন রেলস্টেশন, রিয়াজউদ্দিন বাজার, নতুন রেলস্টেশন, নিউমার্কেট, তামাকুণ্ড লেইন, আমতলাসহ আশপাশের প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে প্রায় এক হাজার ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করে চসিক। সাম্প্রতিক সময়ের বড় এ অভিযানে অংশ নেয় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার সাতজন ম্যাজিস্ট্রেট।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘জাতীয় পাট দিবসে পুরস্কার পেয়েছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান’

ঠিকানা টিভি ডট প্রেস: পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে এবং এই খাতে বিশেষ অবদান রাখার জন্য এ বছর পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি

ফরিদপুরে ট্রাকচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কাশেম

আড়ং লাবাং এ পারদ সাদৃশ্য বস্তু পাওয়ার অভিযোগ এক ক্রেতার

নিজস্ব প্রতিবেদক: আড়ং ডেইরি ফার্মেন্টেড মিল্ক লাবান। স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই পানীয় হজমে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও এটি হাড়ের ক্ষয় রোধ

কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীদের নামে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক: চলমান সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। সরকারি সম্পত্তি

পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না’

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমরা প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে চাই। ভারত বন্ধুত্বসুলভ

ঝিকরগাছায় পারিবারিক কলহের জের ধরে শিশুকে হত্যা করে বাবার আত্মহত্যা

বেনাপোল প্রতিনিধি: পারিবারিক কলহের জের ধরে যশোরে ১১ মাসের শিশু পুত্র আয়মান হোসেনকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে বাবা ইমামুল হোসেন (২৮) আত্মহত্যা করেছে।নিহত ইমামুল