জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্দোলন-সংগ্রাম, সাফল্যের গৌরবোজ্জ্বল ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আনন্দ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের ১৮ ইউনিটের বিভিন্ন উপজেলা, পৌর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা সহ রংবেরঙের ব্যানার, ফেস্টুন প্লেকার্ড ও ধানের শীষের মুঠি নিয়ে বাদ্য যন্ত্রের তালে তালে নেচে-গেয়ে মিছিল নিয়ে স্থানীয় পৌর ভাসানী মিলনায়তন চত্বর সহ এর আশেপাশের রাস্তায় এসে সমবেত হয়।
নেতাকর্মীদের মুহুর্মুহু শ্লোগান আর হাততালির মধ্যে আকাশে রংবেরঙের বেলুন উড়িয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ মিছিল উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এসময় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণদাস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম প্রমুখ।
পরে সেখান থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস ও সদস্য সচিব মিলন হক রঞ্জুর নেতৃত্বে বর্ণিল আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক এসএস রোড দিয়ে রাজার স্টেশন রোডের স্বাধীনতা স্কয়ারে এসে শেষ হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.