নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর দশমিনায় স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪০) এর বিরুদ্ধে স্বামী সোহেল খানের (৩৫) পুরুষাঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে দশমিনা সদর ইউনিয়নের পূজাখোলা এলাকা এ ঘটনা ঘটে। সকালে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুড়িসহ ওই গৃহবধুকে আটক করেছে।'
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দম্পত্তি পূজাখোলা এলাকার একটি বাসায় ভাড়া থাকতো। শুক্রবার গভীর রাতে পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় ওই গৃহবধু ছুড়ি দিয়ে তার স্বামীর ডান পায়ের বিভিন্ন স্থানে আঘাত করে ও পুরুষাঙ্গ কেটে দেয়।'
তাৎক্ষনিক স্থানীয়রা স্বামী সোহেলকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
দশমিনা থানার ওসি নুরুল ইসলাম মজুমদার জানান, আলামত ও অভিযুক্ত গৃহবধূকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.