নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীতে মো. রাকিব ইসলাম (২০) নামের এক স্বামীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী জিনিয়া ইসলাম। স্বামীর মৃত্যু নিশ্চিত হওয়ার পরে থানায় গিয়ে স্ত্রী জিনিয়া ইসলাম (১৮) আত্মসমর্পণ করেন।
শুক্রবার (১ মার্চ') বিকেল ৫টায় পৌর শহরের কলাতলা আকন বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, গত কোরবানির ঈদের তিন দিন আগে শহরের কলাতলা আকন বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের ছেলে মো. রাকিব ইসলাম (২০) এর সাথে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের জুয়েল আকনের মেয়ে জিনিয়া ইসলাম (১৮) বিয়ে হয়।
বিয়ের পর থেকে পারিবারিক কলহের জের ধরে প্রায় রাকিব স্ত্রী জিনিয়াকে মারধর করতো। সম্প্রতি স্ত্রী পরকীয়ার জের ধরে স্বামী-স্ত্রীর মধ্য বাক-বিতণ্ডার জের ধরে জিনিয়া তার বাবার বাড়ি চলে যায়। শুক্রবার দুপুরে নিহত রাকিব স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিয়ে আসে।
আসার পথে স্বামী-স্ত্রী ফের বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। বাসায় আসার পর রাকিব ঘুমাতে গেলে ধারালো বটি দিয়ে কুপিয়ে ও ওড়না দিয়ে গলা-পেঁচিয়ে রাকিবের হত্যা নিশ্চিত করেন। রাত ৮টায় স্ত্রী জিনিয়া পটুয়াখালী সদর থানায় উপস্থিত হয়ে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে স্বামীর হত্যা করে বলে দায় শিকার করে।
অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মঈনুল হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.