নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে এআই-সৃষ্ট ভুয়া অডিও কল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে জানানো হয়, অডিওটি সম্পূর্ণ ভুয়া এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠস্বর বিকৃত করে তৈরি। যে কেউ প্রকৃত কণ্ঠস্বরের সঙ্গে তুলনা করলে সহজেই বুঝতে পারবেন এটি কৃত্রিমভাবে সৃষ্টি করা।
প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, ইসমাইল চৌধুরী সম্রাটসহ বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি থেকে ছড়ানো ২৫ সেকেন্ডের ওই অডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুর সংক্রান্ত বিষয়ে এক পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের ভুয়া অডিও সাধারণ মানুষের কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থী। এতে সমাজে গুজব ছড়িয়ে পড়ছে এবং মানুষ প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হচ্ছে।
প্রতিবাদলিপিতে আরও সতর্ক করা হয়, দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে ভুয়া অডিও বা কনটেন্ট তৈরি ও প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে। অন্যথায় আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.