স্থায়ী ক্যাম্পাস দাবীতে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির নিজস্ব জমিতে অবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবীতে ৫ শতাধিক শিক্ষার্থী বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনের বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করে। দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ বিক্ষোভ চলছিল। তাদের দাবী স্থায়ী ক্যাম্পাস নির্মাণের সিদ্ধান্ত চুড়ান্ত না হওয়া পর্যন্ত তারা এ অন্দোলন চালিয়ে যাবেন।

এ অবরোধ চলাকালে বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওশিন মাইসা, হৃদয় সরকার, শামীম হাসান, হাবিব, জাকারিয়া, বায়জিদ, স্বপন, জাহিদ, সমুদ্র, মেহেদী, মমিন প্রমুখ। বক্তারা বলেন, ২০১৬ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির বয়স ৮ বছর পাড় হলেও এখনও বিভিন্ন স্থানে ভাড়া ভবনে প্রশাসনিক কাজ ও একাডেমিক পাঠদান চলছে। বিশ্ববিশ্ববিদ্যালয়টির স্থায়ী ও নিজস্ব ক্যাম্পাস না থাকায় ১ হাজার ২০০ শিক্ষার্থীর অধ্যয়ন ব্যহত হচ্ছে। এতো পরিমাণ শিক্ষার্থীদের জন্য নাই স্থায়ী ক্যাম্পাস। এর আগের ২ জন ভিসি নানা জটিলতায় ক্যাম্পাস ও আবাসিক হল নির্মাণ কাজ শুরু করতে পারেনি। ফলে শিক্ষার্থীদের আবাসন সংকট সহ প্রতিনিয়ত নানা সমস্যায় পড়তে হচ্ছে। ফলে এ থেকে তারা পরিত্রাণ পেতে দ্রুত সময়ের মধ্যে সকল জটিলতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও আবাসন নির্মাণের জোর দাবী জানান। তারা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও আবাসন নির্মাণ না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. সুমন কান্তি বড়–য়া বলেন, শিক্ষার্থীদের এ আন্দোলনটি যৌক্তিক আন্দোলন। তারা এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে ও করেই যাচ্ছে অথচ এখনও ক্যাম্পাস ও নিজস্ব ভবন নির্মাণ হয়নি। জায়গাটা অধিগ্রহণ করা আছে। এই মূহুর্তে আমরা যাদি কাজ করতে চাই তবে করা যাবে। এই প্রেক্ষিতে বর্তমান প্রশাসন সরকারের কাছে সংশোধিত জিপিপি জমা দিয়েছে। এ সম্পর্কে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কাজ করছে। তারা এটি মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আগামী ২৮ তারিখে মন্ত্রণালয়ে এ বিষয়ে মিটিং আছে। এ মিটিংয়ে যদি অনুমোদন হয় তবে আমরা আশাকরি এ বছরের মধ্যে কাজ শুরু করা যাবে। নানা কারণে গত ৭ বছর এ কাজ হয় নাই। এ জন্য তারা অনেক ক্ষেত্রে বিরক্ত ও অসন্তষ্ট প্রকাশ করেছে। তারই এই বহিপ্রকাশ আজকের দেখা যাচ্ছে। আমি আশা করবো বিশ্ববিদ্যায়ল মঞ্জুরি কমিশন, কর্তৃপক্ষ, মন্ত্রণালয় ও সরকার বিষয়টি বিশেষ বিবেচনায় এনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ব্যবস্থা করবেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার এস আলমের সম্পদ নিলামে তুলছে জনতা ব্যাংক

ঠিকানা টিভি ডট প্রেস: এস আলম গ্রুপের কাছ থেকে ১ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য গ্রুপটির জামানত নিলামে তুলতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত জনতা

‘সরকারের সাথে বিএনপির গোপন দর-কষাকষি’?

নিজস্ব প্রতিবেদক: নতুন সরকারের সাথে বিএনপি গোপন দর–কষাকষি করছে-এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। এই দর-কষাকষির কারণে বিএনপি বড় ধরনের কর্মসূচি দিচ্ছে না। তারা আবার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ৬ জনের নিয়োগ’

নিজস্ব প্রতিবেদক: নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। এবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে ৬ জনকে। এদের মধ্যে পাঁচজন আগেও

যেসব সুযোগ-সুবিধা পাবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

নিজস্ব প্রতিবেদক: নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য সদস্যরা গতকাল

বাংলাদেশ গড়ে তোলার মূল নেতৃত্ব দেবে আজকের শিশু-কিশোররা’’

নিজস্ব প্রতিবেদক: আমরা শিশুদের ঝরে পড়ার হার কমিয়ে এনেছি। আগামী দিনে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার মূল নেতৃত্ব দেবে আজকের শিশু-কিশোররা। বিশ্বের সঙ্গে তাল

তাড়াশে জামায়াত নেতা আব্দুস সাত্তারের পূজা মণ্ডপ পরিদর্শন 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আগামী সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা এবিএম আব্দুস সাত্তার।