শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে স্ত্রীর স্বীকৃতির দাবিতে টানা তিনদিন অনশন করছেন আয়শা ইসলাম উর্মি (১৮) নামের এক কলেজছাত্রী। এদিকে অভিযোগের পর থেকেই প্রেমিক রাজ হোসেন ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী উর্মি শাহজাদপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। তিনি জানান, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের হিরু মিয়ার ছেলে রাজ হোসেন তার সহপাঠী। দেড় বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছর স্থানীয় একটি রেস্টুরেন্টে বন্ধু-বান্ধবের উপস্থিতিতে স্ট্যাম্পে স্বাক্ষর করে তারা বিয়ে করেন। সেই সূত্রে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়, যা থেকে একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হন। পরে পারস্পরিক সম্মতিতে স্থানীয় একটি ক্লিনিকে গর্ভপাত করানো হয়।
উর্মির অভিযোগ, বিয়ের পর সংসার শুরু করার বিষয়ে রাজ বারবার আশ্বাস দিলেও পরে সম্পর্ক অস্বীকার করে অন্যত্র বিয়ে করার জন্য চাপ দেয়। এতে বাধ্য হয়ে চলমান এইচএসসি পরীক্ষার শেষ দিন রাজের বাড়িতে গিয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবস্থান ও অনশন শুরু করেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, মেয়েটি রাজের বাড়িতে অবস্থান করলেও ছেলেটি ও তার পরিবার পলাতক। বিষয়টি সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও প্রেমিকের অনুপস্থিতিতে তা সম্ভব হচ্ছে না। মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহায়তা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার পোতাজিয়া বিটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ উপপরিদর্শক (এসআই) এরশাদুল হক বলেন, বিষয়টি স্থানীয় সমাজসেবা অফিসকে জানানো হয়েছে। তাদের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.