স্ত্রীকে মারপিট ও শ্বাসরোধে হত্যা, পলাতক স্বামী

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরে স্ত্রী উর্মি খাতুনকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যার পর স্বামী রানা পালিয়েছে। শনিবার সকালের দিকে কুষ্টিয়া শহরের হাউজিং এফ ব্লক এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি রাতে জানাজানি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।

নিহত উর্মি খাতুন (৩৫) কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামের মহিম মন্ডলের মেয়ে৷ গত ৫ বছর আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রানা খানের সাথে দ্বিতীয় বিয়ে করেন উর্মি। তারা স্বামী স্ত্রী কাপড়ের ও খাবারের দোকান দিয়ে ব্যবসা করতেন। হাউজিং এফ ব্লকে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের ভাই আবু সাইদ ও তার মা বলেন, উর্মি ৫ বছর আগে রানার সাথে দ্বিতীয় বিয়ে করেন। রানা মাদকাসক্ত। এজন্য বেশ কয়েকবার জেলে গেছে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ ছিল। পারিবারিক কলহের জেরে মারপিট ও শ্বাসরোধ করে উর্মিকে হত্যা করা হয়েছে। উর্মি ও রানা হাউসিং এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তারা সিটি কলেজের সামনে কাপড় ও খাবারের দোকান দিয়ে ব্যবসা করতেন। এই ঘটনার পর থেকে রানা পলাতক। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ভাড়া বাসায় উর্মিকে নির্মমভাবে হত্যা করেছে রানা। খুনী রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এবিষয়ে অভিযুক্ত রানা ও তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি৷

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়য়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জের ধরে উর্মিকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। তার স্বামী পলাতক রয়েছে। তাকে আটক করার জন্য কাজ করছে পুলিশ।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷ এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিয়েতে নাচতে নাচতে হার্ট অ্যাটাকে তরুণীর মৃত্যু, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে এক তরুণীর মৃত্যু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত দুই শতাধিক মানুষের সামনে নাচার সময় হার্ট অ্যাটাকে মৃত্যুর কোলে ঢলে

টাঙ্গাইলে যমুনা নদী‌তে অষ্টমীর স্না‌নে পূণার্থী‌দের ঢল 

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতি‌নি‌ধি: টাঙ্গাইলের যমুনা নদী‌তে মহাষ্টমীতে হাজার হাজার পূর্ণার্থী‌দের পদচারণায় মুখরিত স্নান ঘাট। মঙ্গলবার (১৬ এপ্রিল) ভো‌র থে‌কে ভুঞাপুর উপ‌জেলার খান‌ুরবা‌ড়ি সরাতলা কা‌লীম‌ন্দির

‘অর্থপাচারে জড়িত ৭ ব্যাংক, ২ মানিচেঞ্জার: দুদক’

ঠিকানা টিভি ডট প্রেস: অর্থপাচারের সঙ্গে ৭ ব্যাংক ও দুই মানি এক্সচেঞ্জার প্রতিষ্ঠানের বিমানবন্দর শাখার অসাধু কর্মকর্তারা জড়িত বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব

সাইবার অপরাধ নিয়ন্ত্রণের কাজ করবে এআই

ঠিকানা টিভি ডট প্রেস: জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিমালা-২০২৪’ নামে এই নীতিমালার একটি প্রাথমিক খসড়া প্রণয়ন করা হয়েছে, যা দ্রুত চূড়ান্ত হবে। গুজব ও সাইবার

১৮ বছরের প্রেম, প্রেমিকের বাড়িতে ৩ সন্তানের জননী

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া মোকারভাঙ্গা মোড় এলাকায় পরোকিয়া প্রেমিকের বাড়িতে উঠলো ৩ সন্তানের জননী’। বুধবার দুপুরে প্রথমে পরোকিয়া প্রেমিক আব্দুল খালেক

বলিভিয়ায় প্রেসিডেন্টের বাসভবন ঘিরে ‘সামরিক অভ্যুত্থানের’ চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়ার রাজধানী লাপাজে দেশটির প্রেসিডেন্টের বাসভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো ঘিরে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এসময় প্রেসিডেন্টের বাসভবনের প্রধান ফটকও ভেঙে ফেলার চেষ্টা করেন তারা।