সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকায় দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে একই বিদ্যালয়ের একজন শিক্ষকের বিয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে শিক্ষকের প্রথম স্ত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ থেকে জানা যায়, রঘুনিলি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া খাতুনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতেন। সাদিয়া তাড়াশ পৌর এলাকার খুটিগাছা গ্রামের বাসিন্দা।
গত মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে মনোয়ার হোসেনের প্রথম স্ত্রী শামীমা জাহান খুটিগাছার তালপুকুরপাড় এলাকায় সাদিয়ার বাড়িতে যান। সেখানে তিনি মনোয়ার ও সাদিয়াকে একই কক্ষে দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই সময় বিষয়টি জানতে চাইলে উভয় পরিবারের সদস্যদের বাধা ও হুমকির মুখে তাঁকে বাড়ি থেকে বের হয়ে আসতে হয়।
পরদিন সন্ধ্যায় শামীমা জাহান তাড়াশ থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে এর আগে স্বামীর বিরুদ্ধে একই ধরনের সম্পর্কের ঘটনায় স্থানীয়ভাবে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে।
অভিযোগ বিষয়ে জানতে শিক্ষক মনোয়ার হোসেন ফোনে বিয়ের বিষয়টি অস্বীকার করেন।
তাড়াশ থানার ওসি জানান, তিনি দিনের বেশির ভাগ সময় অফিসের বাইরে থাকায় বিস্তারিত জানা হয়নি। অভিযোগটি পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.