সৌমিত্র শেখরের দুর্নীতি অনুসন্ধানে নজরুল বিশ্ববিদ্যালয়ে দুদকের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (২৩ নভেম্বর)। দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে দুদকের একটি দল বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে। পরে রেজিস্ট্রার কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে দুদকের প্রতিনিধি দল।

এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রাজু আহমেদ, প্রক্টর ড. মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে সৌমিত্র শেখরের আর্থিক অসঙ্গতি, ভর্তি বাণিজ্যে সম্পৃক্ততা এবং নিয়োগ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা।’

বৈঠক শেষে গুলশান আনোয়ার প্রধান বলেন, তদন্তের অংশ হিসেবেই আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলতে এসেছি। সেই সঙ্গে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজন হলে আমরা আবারও আসব।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর উপাচার্য হিসেবে ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ার পর সৌমিত্র শেখরের বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

এদিকে নজরুল বিশ্ববিদ্যালয়ে অতীতে সংঘটিত বিভিন্ন ঘটনা ও অনিয়মের তথ্য অনুসন্ধান করার জন্য গত ২৭ অক্টোবর ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে রিপোর্ট প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

১১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা আহবায়ক এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘আয়নাঘর’ ও ‘হারুনের ভাতের হোটেল’ নামে একাধিক সিনেমা

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার সরকার পতনের পর গত ১০ দিনে ৬টির মতো সিনেমার নাম নিবন্ধিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে। সেই তালিকা থেকে দেখা যাচ্ছে,

ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, ভাইরাল ভিডিওর সেই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডির জিগাতলায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়া ভাইরাল ভিডিওর যুবককে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই মঙ্গলবার রাত ১টার

কলকাতায় বঙ্গনারী সম্মাননা পেলেন সংগীতশিল্পী মেহরীন

কলকাতার আইসিসিআরে অনুষ্ঠিত হলো বঙ্গনারী সম্মাননা। সেখান থেকে পুরস্কার পেলেন সংগীতশিল্পী মেহরীন। ভারতে মেহরীনের হাতে সম্মাননা তুলে দেন হিউমান রাইটসের চেয়ারম্যান বুম্বা চক্রবর্তী, অভিনেত্রী প্রিয়া

রাতেই ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ডেস্ক রিপোর্ট: রাতের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত

ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

নিজস্ব প্রতিবেদক: সাধারণত দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে শুটিং হয় হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানের। এরই ধারাবাহিকতায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার শুটিংয়ের জন্য বেছে নেয় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের

গাজায় হামলা মাত্র ‘শুরু’, আরও ‘তীব্র’ হবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গাজায় ফের বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলের বর্বর হামলা। এতে গেছে চার শতাধিক ফিলিস্তিনির প্রাণ। আহত হয়েছেন আরও শত শত ফিলিস্তিনি।