ঠিকানা টিভি ডট প্রেস: ধর্মীয় অনুভূতি পুঁজি করে চটকদার বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১৪ জানুয়ারি') ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আতরসহ বিভিন্ন পণ্য বিক্রয়কারী ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন। মুহাম্মদ মুনাওয়ার হোসেন জানান, সৌদি আরব থেকে নিয়ে আসা পবিত্র জমজম কূপের পানি বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। গত ৪ জানুয়ারি অবৈধভাবে জমজম কূপের পানি,
রিয়াজুল জান্নাহ’র জায়নামাজ বিক্রি ও মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রির দায়ে হারামাইন স্টোর নামে একটি অনলাইন শপকে ৩ লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দোয়া হয় বলেও জানান তিনি।
তিনি বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ভোক্তা-অধিকারবিরোধী কার্য প্রতিরোধের লক্ষে অধিদপ্তর নিয়মিত বাজার অভিযান পরিচালনা করে যাচ্ছে। এছাড়াও অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে নকল ও ভেজালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ভোক্তারা কোনো পণ্য বা সেবা ক্রয় করে প্রতারিত হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করার কথাও বলেন তিনি। এ কর্মকর্তা আরও বলেন, ভোক্তাদের অধিকারবিরোধী কার্যক্রম প্রতিরোধে নিয়মিত বাজার তদারকি করা হয়ে থাকে। এসব কার্যক্রমের পাশাপাশি অধিদপ্তর ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের সাথে প্রতিনিয়ত সভা-সেমিনার করে যাচ্ছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.