সৌদি আরবে বাংলাদেশি নারী শ্রমিকদের বাঁচার আকুতি’

ঠিকানা টিভি ডট প্রেস: বুঝে না বুঝে আর্থিক অনটনে কেউবা দালালের খপ্পরে পড়ে সৌদি আরব গিয়ে মাসুল দিচ্ছেন বাংলাদেশি নারী শ্রমিকরা। বাংলাদেশের বিভিন্ন জেলার প্রায় ২ শতাধিক নারী শ্রমিক সৌদি আরবের রিয়াদের জনদরিয়া এলাকার সফর জেলে আটক রয়েছেন।

ভুক্তভোগী নারী শ্রমিকদের অভিযোগ, তারা সেখানে নির্যাতনের শিকার, কাউকে কাউকে সেখান থেকে বিক্রিও করে দেওয়া হচ্ছে অন্যত্র। তাদের খাবার দেওয়া হচ্ছে না। খুব বেশি অসুস্থ হলেও চিকিৎসা দেওয়া হচ্ছে না। বিনা চিকিৎসায় অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এর মধ্যে কয়েকজন মারা গেছে।

জানা যায়, মানিকগঞ্জের রেখা বেগম পাসপোর্ট নং-A05819657, কেরানীগঞ্জের সেজু বেগম পাসপোর্ট নং AO6846514, ঢাকার আশুলিয়ার শান্তা আক্তার পাসপোর্ট নং A07632159, ঢাকার মিরপুরের হুসনে আরা পাসপোর্ট নং A00653367, পটুয়াখালীর আকলিমা বেগম পাসপোর্ট নং BY 0681956 এর মতো প্রায় ২ শতাধিক নারী মুক্তির দিন গুনছেন। কবে ফিরবে দেশে! মুক্তি পাবে নির্যাতনের ওই কারাগার থেকে!

ভুক্তভোগীরা আরও জানিয়েছেন, ফিলিপাইন, পাকিস্তান ভারতসহ অনেক দেশের নারীদের দ্রুতই দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে সম্মানের সঙ্গে। কিন্তু বাংলাদেশের নারীদের সঙ্গে দিনের পর দিন অমানুষিক নির্যাতন করে গেলেও এদিকে ততটা তৎপর নয় কূটনৈতিকরা।’

অভিযোগ রয়েছে, অনেক সময় দেশে পাঠানোর কথা বলে উলটো নির্যাতনকারী কফিলের হাতেই তুলে দেওয়া হচ্ছে কাউকে।

ভিডিও কলে ভুক্তভোগীর নির্যাতনের কথা বর্ণনা করে প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেন।

তবে সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, এগুলো সফরজেল নয় এটি কিছুটা জেলের মতন হলেও এটি আসলে সৌদি মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটি সেফহাউজ নারী গৃহকর্মীরা বিভিন্ন মামলা ও পলাতক হয়ে ওখানে আসে সেখান থেকে সব ক্লিয়ার করে দেশে পাঠানো হয়।তবে আমরা দেখছি বিষয়টি দেখবো।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের উপ-সহকারী পরিচালক মালেকা বেগম জানান, আমরা ইমেইলে এই বিষয়ে অভিযোগ পাঠিয়েছি। দ্রুতই আমরা ব্যবস্থা গ্রহণ করব।

এদিকে, জাতীয় মানবাধিকার কমিশনেও এদের উদ্ধারের জন্যে আবেদন করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাজারে আসছে শীতকালীন সবজি শিম, বাম্পার ফলনে বাঁশখালীর চাষীদের মুখে হাসি

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: শীত মৌসুমের সবজির মধ্যে অন্যতম শিম। প্রতিবছর এই মৌসুমে বাঁশখালী উপজেলার সমতল ভূমিতে আগাম শিমের ব্যাপক চাষাবাদ হয়। পাশাপাশি

সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

ভুয়া ‘সৈনিক’ পরিচয়ে একাধিক বিয়ে, শ্বশুর বাড়িতে শিকলবন্দী জামাই

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে ভুয়া সৈনিক পরিচয়ে একাধিক বিয়ে করে অবশেষে ধরা পড়েছেন এক যুবক। শিপন নামের এই ব্যক্তি নিজেকে পরিচয় দিতেন সেনাবাহিনীর সৈনিক হিসেবে। এছাড়া

ডিজেল-কেরোসিনের দাম লিটারে কমলো এক টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে এক টাকা কমানো হয়েছে। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে। আগামীকাল বুধবার থেকে নতুন দাম

দুই ভাইয়ের বিরোধে বিব্রত কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিন তিনবার সাধারণ সম্পাদক হয়ে নতুন রেকর্ড স্থাপন করেছেন। কিন্তু দলে শৃঙ্খলা আনতে পারছেন না, দলের ভেতর

কোটা আন্দোলন: যে সব কারণে সরকার কোণঠাসা

নিজস্ব প্রতিবেদক: কোটা আন্দোলনে সরকার রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে। টানা চতুর্থবারের মতো ক্ষমতা গ্রহণ করা আওয়ামী লীগ সরকার মোটামুটি অপ্রতিরোধ্য ছিল। বিরোধী দলের রাজনৈতিক আন্দোলন