সৌদি আরবে বাংলাদেশি নারী শ্রমিকদের বাঁচার আকুতি’

ঠিকানা টিভি ডট প্রেস: বুঝে না বুঝে আর্থিক অনটনে কেউবা দালালের খপ্পরে পড়ে সৌদি আরব গিয়ে মাসুল দিচ্ছেন বাংলাদেশি নারী শ্রমিকরা। বাংলাদেশের বিভিন্ন জেলার প্রায় ২ শতাধিক নারী শ্রমিক সৌদি আরবের রিয়াদের জনদরিয়া এলাকার সফর জেলে আটক রয়েছেন।

ভুক্তভোগী নারী শ্রমিকদের অভিযোগ, তারা সেখানে নির্যাতনের শিকার, কাউকে কাউকে সেখান থেকে বিক্রিও করে দেওয়া হচ্ছে অন্যত্র। তাদের খাবার দেওয়া হচ্ছে না। খুব বেশি অসুস্থ হলেও চিকিৎসা দেওয়া হচ্ছে না। বিনা চিকিৎসায় অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এর মধ্যে কয়েকজন মারা গেছে।

জানা যায়, মানিকগঞ্জের রেখা বেগম পাসপোর্ট নং-A05819657, কেরানীগঞ্জের সেজু বেগম পাসপোর্ট নং AO6846514, ঢাকার আশুলিয়ার শান্তা আক্তার পাসপোর্ট নং A07632159, ঢাকার মিরপুরের হুসনে আরা পাসপোর্ট নং A00653367, পটুয়াখালীর আকলিমা বেগম পাসপোর্ট নং BY 0681956 এর মতো প্রায় ২ শতাধিক নারী মুক্তির দিন গুনছেন। কবে ফিরবে দেশে! মুক্তি পাবে নির্যাতনের ওই কারাগার থেকে!

ভুক্তভোগীরা আরও জানিয়েছেন, ফিলিপাইন, পাকিস্তান ভারতসহ অনেক দেশের নারীদের দ্রুতই দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে সম্মানের সঙ্গে। কিন্তু বাংলাদেশের নারীদের সঙ্গে দিনের পর দিন অমানুষিক নির্যাতন করে গেলেও এদিকে ততটা তৎপর নয় কূটনৈতিকরা।’

অভিযোগ রয়েছে, অনেক সময় দেশে পাঠানোর কথা বলে উলটো নির্যাতনকারী কফিলের হাতেই তুলে দেওয়া হচ্ছে কাউকে।

ভিডিও কলে ভুক্তভোগীর নির্যাতনের কথা বর্ণনা করে প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেন।

তবে সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, এগুলো সফরজেল নয় এটি কিছুটা জেলের মতন হলেও এটি আসলে সৌদি মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটি সেফহাউজ নারী গৃহকর্মীরা বিভিন্ন মামলা ও পলাতক হয়ে ওখানে আসে সেখান থেকে সব ক্লিয়ার করে দেশে পাঠানো হয়।তবে আমরা দেখছি বিষয়টি দেখবো।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের উপ-সহকারী পরিচালক মালেকা বেগম জানান, আমরা ইমেইলে এই বিষয়ে অভিযোগ পাঠিয়েছি। দ্রুতই আমরা ব্যবস্থা গ্রহণ করব।

এদিকে, জাতীয় মানবাধিকার কমিশনেও এদের উদ্ধারের জন্যে আবেদন করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঈদ মোবারকের নামে ব্যাঙ্গাত্মক কার্টুন, প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক: ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি প্রকাশ করে ধর্ম অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার

যে যত ছাগল ধরবেন মালিক তিনি, ঘোষণা মেয়রের

ঠিকানা টিভি ডট প্রেস: ইতালির এক দ্বীপের মেয়র আশ্চর্য এক ঘোষণা দিয়েছেন। দ্বীপে ঘুরে বেড়ানো ছাগল ধরতে পারলেই এর মালিক হয়ে যাওয়া যাবে। শুধু তাই

রিজার্ভ আবার ১৯ বিলিয়ন ডলারের ঘরে নামল

ঠিকানা টিভি ডট প্রেস: দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ কমে আবার ১৯ বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছে। বর্তমান রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ দশমিক ২০ বিলিয়ন

মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল ফজলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা মার্কাদো পেরেজের সঙ্গে বৈঠক করেছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। স্থানীয় সময় শুক্রবার মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশ‌টির

রাজশাহীতে বৈষম্যমুক্ত নগরের দাবিতে আলোচনা সভা 

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে যুব নেতৃবৃন্দ এবং স্থানীয় সামাজিক সচেতন নাগরিকগণের অংশগ্রহণমূলক বৈঠকে একটি বৈষম্যমুক্ত নগর নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মার্কিন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সেই পাকিস্তানি বিজ্ঞানী আফিয়া সিদ্দিকী

অনলাইন ডেস্ক: মার্কিন কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি আছেন পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকী। তার বিরুদ্ধে অভিযোগ ছিল আল কায়েদার নেতৃত্বের সঙ্গে যোগাযোগ এবং উগ্রবাদে সম্পৃক্ততার।