আন্তর্জাতিক ডেস্ক: আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৭ হাজার ৮৬৩ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়—বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গ্রেপ্তারদের মধ্যে ১০ হাজার ৭৪৬ জন আবাসন আইন, ৪ হাজার ৩৬২ জন সীমান্ত সুরক্ষা আইন এবং ২ হাজার ৭৫৫ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন। এছাড়া সীমান্ত পেরিয়ে অবৈধ প্রবেশের সময় ১ হাজার ৫০৭ জনকে ধরা হয়, যাদের মধ্যে ৬৫ শতাংশ ইথিওপীয় এবং ৩৩ শতাংশ ইয়েমেনি।
ইতোমধ্যে ৮ হাজার ৫১ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে আরও ১৩ হাজার ৩৬২ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। সৌদি আইনে অবৈধ প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল জরিমানার বিধান রয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.