চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সোনালী ব্যাংক খাষকাউলিয়া লিমিটেডের প্রিন্সিপাল অফিসার মো. শরিফুল ইসলাম সম্প্রতি সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে পদোন্নতি লাভ করে এ ব্যাংকের সিরাজগঞ্জ কার্যালয়, তবে তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলা খাষকাউলিয়া শাখায় পুনরায় যোগদান করেছেন।
যোগদানের পূর্বে তিনি সোনালী ব্যাংক খাষকাউলিয়া শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন শাখা, ডিভিশনে দক্ষ হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি দেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এছাড়াও তার পদোন্নীতির সংবাদ পেয়ে সকাল থেকে তার সহকর্মীরা ফুল নিয়ে অপেক্ষায় থাকেন পরে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি স্থানীয় বিভিন্ন ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানান। এ বিষয়ে তিনি জানান, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখুক সৎ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব।সবার কাছে দোয়া চেয়েছেন।