আন্তর্জাতিক ডেস্ক: সব সৈন্য সরিয়ে নিতে ভারতকে সময় বেধে দিয়েছে মালদ্বীপ। আগামী ১৫ মার্চের মধ্যে সব সৈন্য সরাতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। শনিবার (১৩ জানুয়ারি) চীন সফর শেষে দেশে ফেরার পরপরই এ নির্দেশ দিয়েছেন তিনি। খবর এনডিটিভি
প্রেসিডেন্টের কার্যালয়ের পাবলিক পলিসি সেক্রেটারি আবদুল্লাহ নাজিম ইব্রাহিম বলেন, ভারতীয় সেনা কর্মকর্তারা মালদ্বীপে অবস্থান করতে পারবেন না। প্রেসিডেন্ট মুইজ্জু ও তার প্রশাসনের নীতি এটাই। বর্তমানে মালদ্বীপে ৮৮ জন ভারতীয় সেনা কর্মকর্তা রয়েছেন।
এদিকে ভারত থেকে সেনা প্রত্যাহার নিয়ে রোববার (১৪ জানুয়ারি') দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক হয়। মালেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে মালদ্বীপে ভারতীয় হাইকমিশনার মুনু মাহাওয়ার উপস্থিত ছিলেন।'
নাজিম বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১৫ মার্চের মধ্যে সেনা প্রত্যাহার বিষয়ে ভারতকে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
গত বছরের সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার পরই প্রেসিডেন্ট মুইজ্জুর ভারতকে সেনা প্রত্যাহারের আহ্বান জানান। তার নির্বাচনে অন্যতম প্রতিশ্রুতি ছিল মালদ্বীপ থেকে সব ভারতীয় সৈন্য প্রত্যাহার।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.