লুৎফর রহমান: সিরাজগঞ্জের কয়েলগাঁতী গ্রামে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো 'হাজী সামাজিক উন্নয়ন সংস্থা'। সোমবার (২৫ আগস্ট) সকালে সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে এক জমকালো আয়োজনের মাধ্যমে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
আরিফ মরিয়ম চক্ষু ও জেনারেল হাসপাতালের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে চারজন অভিজ্ঞ মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞ সেবা প্রদান করেন। দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ১০০ জন রোগীকে বিনামূল্যে প্রাথমিক চক্ষু চিকিৎসা, ছানি রোগী বাছাই, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং কম্পিউটারের মাধ্যমে চোখ পরীক্ষা করা হয়। চিকিৎসা শেষে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয়।
এ সময় চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের মধ্য থেকে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার, একজন ডায়াবেটিস রোগীকে ডায়াবেটিস পরীক্ষার মেশিন এবং একজন অ্যাজমা রোগীকে একটি নেবুলাইজার মেশিন প্রদান করে সংস্থাটি।
এর আগে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির শিয়ালকোল ইউনিয়ন শাখার সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সংস্থার সভাপতি আব্দুল হাই তালুকদার ও সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নাজমুল হক। এসময় গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আরিফ মরিয়ম চক্ষু ও জেনারেল হাসপাতাল এর আগেও বিভিন্ন সময়ে এ ধরনের निःস্বার্থ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.