
ঠিকানা টিভি ডট প্রেস: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বিবিসি হার্ডটকে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, ৫ আগস্টে শেখ হাসিনার পক্ষে থাকলে শান্তিরক্ষী মিশন বন্ধ হতো বাংলাদেশ সেনাবাহিনীর।
শেখ হাসিনার দমন পীড়নে বাংলাদেশ সেনাবাহিনী অংশগ্রহণ করলে, তারা জাতিসংঘের কোনো মিশনে অংশগ্রহণ করতে পারত না। জাতিসংঘের এমন সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের বদল ঘটেছে।’
ভলকার তুর্ক আরো বলেন, জুলাই আগস্ট এ বাংলাদেশে শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ আন্দোলন করছিল। আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে শেখ হাসিনার চরম দমন পীড়ন চালাচ্ছিল। শিক্ষার্থীদের একটি বড় প্রত্যাশা ছিল আমরা তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়।
শুরু থেকেই আমরা ব্যাপারটি গভীরভাবে পর্যালোচনা করছিলাম। আমরা সেনাবাহিনীকে সতর্ক করে দিয়েছিলাম। যদি তারা এই দমন পীড়নে অংশ নেয় তারা জাতিসংঘের কোন শান্তি মিশনে অংশগ্রহণ করতে পারবেনা। জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর তালিকা থেকে বাদ যেতে বাংলাদেশের নাম।’