নিজস্ব প্রতিবেদক: হারিয়ে যাওয়া শৈশবে ফিরে যাই তাদের সাথে” শিরোনামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে টাটকা ফাউন্ডেশনের নতুন বছর উদযাপন
রাজশাহী: নতুন বছরকে কেন্দ্র করে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে “হারিয়ে যাওয়া শৈশবে ফিরে যাই তাদের সাথে” শিরোনামে একদিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে টাটকা ফাউন্ডেশন। মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহীর বাংলাদেশ শিশু একাডেমিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বহরমপুর বস্তি এলাকার ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নাচ, গান, কবিতা, খেলাধুলা এবং বিভিন্ন আনন্দমুখর কার্যক্রমের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। টাটকা ফাউন্ডেশনের তরুণ সদস্যরা শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং তাদের জন্য এই আনন্দঘন আয়োজন সম্পন্ন করেন।
টাটকা ফাউন্ডেশন মূলত ডিপ্রেশন রিলিফ এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান নিয়ে কাজ করে। “সতেজ মন, উদ্দীপ্ত জীবন” এই স্লোগানে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল কিবরিয়া। আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শিখা সরকার, গবেষক মো. শহিদুল ইসলাম, সেভ দ্যা ন্যাচার অ্যান্ড লাইফ-এর চেয়ারম্যান মিজানুর রহমান মিজান এবং রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সিকান্দার আলী।
বক্তারা বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। যারা আজ সুবিধাবঞ্চিত, তারাই আগামী দিনে দেশের নেতৃত্বে আসতে পারে। তাদের মেধা ও মনন বিকাশের জন্য সমাজের প্রত্যেক মানুষের উচিত এগিয়ে আসা এবং তাদের পাশে দাঁড়ানো। একটি সুন্দর পৃথিবী গড়ার জন্য সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।”
টাটকা ফাউন্ডেশনের এই উদ্যোগ সকলের প্রশংসা কুড়িয়েছে এবং অনুষ্ঠানে উপস্থিত সবাই এর ধারাবাহিকতা বজায় রাখার আশা প্রকাশ করেছেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.