‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট আজ’

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুদিনব্যাপী ভোট শুরু হচ্ছে আজ। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে আশঙ্কার মধ্যে দিয়ে বুধবার (৬ মার্চ’) সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। একইভাবে আগামীকালও ভোটগ্রহণ চলবে।

নির্বাচন পরিচালনা উপ-কমিটির প্রধান আবুল খায়ের বলেছেন, ‘নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। আশা করছি আজ সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব সময় ভোটের শুরুতে একটা আশঙ্কা থাকে। এ নির্বাচনের ক্ষেত্রেও আশঙ্কা আছে, থাকবে। তবে এটা থেকে বের হওয়ার জন্য আমরা সচেষ্ট রয়েছি। সুষ্ঠু ভোটের জন্য কাজ করছি। এ ক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি’।

আইনজীবী সমিতির এ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয় গত ১১ ফেব্রুয়ারি। এবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে আবু সাঈদ সাগর ও সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হকসহ ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি সমর্থক প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুসসহ ১৪ প্রার্থী লড়ছেন।’

এই দুই প্যানেলের বাইরেও সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান সভাপতি পদে এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী সমিতির সাবেক কোষাধ্যক্ষ নাহিদ সুলতানা যূথী সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি সমর্থক আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল জানিয়েছেন, গত নির্বাচনে যারা বিতর্কিত ভূমিকা রেখেছেন, বর্তমান কমিটিতেও তারা রয়েছেন। এজন্য প্রার্থীরা অভিযোগ দিয়েছেন, কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের আচরণগত কারণে আমাদের আশঙ্কা রয়েছে। তবে এখনো সুষ্ঠু ভোটে আশাবাদী।

জানা যায়, ২০২৩ সালে নির্বাচন পরিচালনা সাব-কমিটি নিয়ে বিভক্ত হয়ে পড়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীরা। পরে ভোটে আওয়ামী লীগ সমর্থক ১৪ প্রার্থীই বিজয়ী হন। এর আগে ২০২২ সালেও ভোটগণনা শেষে ফল ঘোষণার মুহূর্তে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা সম্পাদক পদে ভোট পুনর্গণনার দাবি জানান। এ নিয়ে হট্টগোলের মধ্যে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক এ ওয়াই মসিউজ্জামান পদত্যাগ করেন। ফল ঘোষণা নিয়ে তৈরি হয় জটিলতা। এরপর নানা নাটকীয়তা হয়। এরই মধ্যে ঢাকা আইনজীবী সমিতিতে গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি বিতর্কিত ভোট হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেষ দিনে প্রাণ-এর প্যাভিলিয়নে ক্রেতাদের উপচেপড়া ভিড়

কয়েক ঘণ্টা পরই পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসরের। মেলার শেষ দিনে প্রতিটি স্টলেই চলছে অফারের ছড়াছড়ি। এদিকে, এ বছর মেলায় দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা টাঙ্গাইলের ফজলু মল্লিক ও বাবলু শেখ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় অভিযুক্ত হয়েছেন টাঙ্গাইলের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির সহ পাঁচ আওয়ামীলীগ নেতা। রাজধানী ঢাকার দক্ষিণ

কিবরিয়া হত্যা মামলায় জামিন পেলেন লুৎফুজ্জামান বাবর

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ সদর উপজেলার ২০০৫ সালের ২৭ জানুয়ারী বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া নিহতের ঘটনায়। হত্যা মামলার আসামি

ধোলাইখালে চার তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধোলাইখালে চার তলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। শনিবার (১৮ মে’) সকাল ১০টা

সিরাজগঞ্জ এলজিইডিতে বিদায়ী ও নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর সংবর্ধনা

নজরুল ইসলাম: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিরাজগঞ্জের বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম এবং নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

পাকিস্তানে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা’

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে এক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের ওই প্রার্থীর নাম রেহান জায়েব খান।