গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে আমগাছ থেকে রহমত আলী (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর কেল্লাবাড়ি গ্রামে সরাই নদীর পাড়ে সুইচগেট সংলগ্ন একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রহমত আলী ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এক পথচারী আমগাছে ঝুলন্ত অবস্থায় রহমত আলীকে দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহটি নামিয়ে আনেন এবং উদ্ধার করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
পরে খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.