
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে সূমশ্বরী নদীর নৌপথে ট্রলার বোঝাই বিদেশি মদের চালান জব্দ সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ আগস্ট’) দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ এক অভিযানে বিদেশি মদের ওই চালানটি জব্দ করেছে।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, মধ্যনগর উপজেলার কাইতকান্দা গ্রামের সৈচরন দাসের ছেলে মতিন্দ্র দাস ও একই গ্রামের মৃত কমল দাসের ছেলে শংকর দাস।
সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল ওই তথ্য নিশ্চিত করে।
মিডিয়া সেল জানায়, শুক্রবার দুপুরে মধ্যনগর থানা পুলিশের একটি টিম এক অভিযানে নামে। এরপর ওই অভিযানে থানার সূমেশ্বরী নদীর নৌপথে ট্রলার বোঝাই বিদেশি মদের চালানটি জব্দ করা হয়। একই সময় ট্রলারে থাকা মতিন্দ্র দাস এবং শংকর দাস নামক ওই দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এরপর ট্রলার তল্লাশী করে বিভিন্ন ব্রান্ডের ১১৫ বোতল বিদেশি মদ ও ইঞ্জিন চালিত ট্রলারটি জব্দ করে পুলিশ। জব্দকৃত বিদেশি মদ, ট্রলারের মূল্য প্রায় ৩ লাখ ৪ হাজার টাকা।’